টানা ব্যর্থতার পর স্বস্তির এক জয় যেন তুলে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও এখন পর্যন্ত তাদের লড়াই থামেনি। নতুন করে এবার নজর দিতে হচ্ছে সেরা আটের জন্য। তা না হলে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার সুযোগটাও হারিয়ে ফেলবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ম রাউন্ডের এই ম্যাচে তাই জয়ের কোন বিকল্পই ছিল না তাদের সামনে। 

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য নিজেদের কাজটা ঠিকঠাকই পালন করেছে ইংলিশরা। ব্যাটে বলে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে। ১৮০ রানের বিশাল এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলেও সাতে উঠে এসেছে জশ বাটলারের দল। শেষ রাউন্ডের সূচিও এখন তাই বেশ জমজমাট। 

পুনেতে অনুষ্ঠিত এই ম্যাচে দেখা গিয়েছে বেশকিছু স্মরণীয় মুহূর্ত। একনজরে দেখে নেওয়া যাক সেসব 

সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন যদিও। তবে ডেভিড মালানের ৮৭ রানের ইনিংসে ভর করে শুরুটা মন্দ হয়নি ইংল্যান্ডের।

সেঞ্চুরির পর নিজের চিরচেনা ভঙ্গিতে বেন স্টোকস। বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরির সুবাদে ডাচদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড।
দারুণ ব্যাটিং এর পর নিয়ন্ত্রিত বোলিং... বিশ্বকাপে দ্বিতীয় জয়ের সুবাস পাচ্ছে ইংলিশরা
জেএ