পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে গত ১ নভেম্বর কলকাতা থেকে দেশে ফিরেছিলেন লিটন দাস। এরপর ৩ নভেম্বর আবারও তিনি দলের সঙ্গে যোগ দেন। একই কারণে গতকাল (মঙ্গলবার) আবারও সাকিব আল হাসানের সঙ্গে দেশে ফিরেছেন লিটন। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বারবার এই টাইগার ওপেনারের দেশে ফেরা। তবে বিশ্বকাপের মাঝে তার এবারের ফেরাটা সহজভাবে নিচ্ছে না বিসিবি।

হঠাৎ করে লিটন দেশে আসায় ক্ষুব্ধ বিসিবির শীর্ষ কর্মকর্তারা। জাতীয় এক গণমাধ্যমের খবর অনুযায়ী, লিটন দলের সঙ্গে থাকা বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেন। তার আগে বিসিবির এই পরিচালক দেশে যোগাযোগ করেন, এরপর নিশ্চিত হয়েই টাইগার ব্যাটারকে ছুটি দেন সুজন।

তবুও লিটন দ্বিতীয়বার দেশে ফিরতে ছুটি চাইলে বিসিবি থেকে কিছুটা আপত্তি তোলা হয়, না করে দেওয়া হয় প্রথমে। পরে বিষয়টি নিজেদের মধ্যে সামলে নিয়ে তাকে ছুটি দেওয়া হয়। তবে লিটনকে কালকের মধ্যেই পুনেতে দলের অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। 

পরবর্তী ম্যাচ সামনে রেখে সেখানে অনুশীলন করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে। আর ওই ম্যাচের আগে সময় মতো লিটন অনুশীলনে যোগ দিতে না পারলে তার ব্যাপারে বড় কিছু ভাবতে পারে বিসিবি!

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় গতকাল সন্ধ্যায় দেশে ফিরে আসেন টাইগার অধিনায়ক সাকিব। তার পরই হঠাৎ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মেলে লিটনের। পরে পারিবারিক কারণে তার দেশে আসার সংবাদটি জানা যায়। 

এসএইচ/এএইচএস