বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র ৬টি ম্যাচ পরই শুরু হবে সেমিফাইনাল। তবে এখনও একটি দল সেমিতে খেলা নিশ্চিত করতে পারেনি। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) রাতে অবিশ্বাস্য কামব্যাকের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তাদের প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। তারা সেমিতে মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকার। যদিও টেবিলের শীর্ষে থাকা ভারতের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল আগে ব্যাট করে আফগানিস্তান ২৯২ রানের লক্ষ্য দেয় অজিবাহিনীকে। জবাবে তারা ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে। তবে ৯১ রানেই ৭ উইকেট হারানোর পর কামব্যাকের দুর্দান্ত গল্প লিখেছে প্যাট কামিন্সের দল। যেখানে ১২৮ বলে বিশ্বকাপের দ্রুততম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অপর প্রান্তে মাটি কামড়ে দারুণ রক্ষণাত্মক মনোভাবে তাকে কামিন্স সঙ্গ দিয়ে গেছেন।

ফলে ৩ উইকেটের জয় অস্ট্রেলিয়াকে দেয় ১২ পয়েন্ট। যা তিন নম্বরে থেকেই তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। আগে থেকেই শীর্ষ দুই অবস্থানে আছে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট পেলেও দক্ষিণ আফ্রিকার রান রেট ১.৩৭৬, অস্ট্রেলিয়ার ০.৮৬১। আগেই নির্ধারিত সূচি অনুযায়ী দুই ও তিনে থাকা অজি ও প্রোটিয়া শিবির মুখোমুখি হবে সেমিতে। শীর্ষে থাকা ভারত মোকাবিলা করবে চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখা দলের।

সেই অবস্থানের জন্য তিনটি দল এখনও প্রতিযোগিতা করছে। পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে একটি দল সেমিতে ওঠার সুযোগ রয়েছে। সবারই বাকি রয়েছে আর একটি করে ম্যাচ। সেসব ম্যাচে নির্ধারিত হবে সেমিফাইনাল ভাগ্য! সে হিসেবে বেশ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তারা জিতলেই সেমিতে ওঠে যেতে পারে। সুপার ফোরে উঠতে হলে  পাকিস্তানকে নিউজিল্যান্ডের জয় পাওয়া রানের চেয়ে ১৩০ রানের বেশি ব্যবধান রাখতে হবে। কিউইরা উইকেটের ব্যবধানে জিতলে সে সমীকরণ হবে আরও জটিল!

# দল ম্যাচ জয় হার ড্র পরিত্যক্ত নেট রানরেট পয়েন্ট
ভারত
২.৪৫৬ ১৬
দক্ষিণ আফ্রিকা
১.৩৭৬ ১২
অস্ট্রেলিয়া
১.৮৬১ ১২
নিউজিল্যান্ড
০.৩৯৮
পাকিস্তান
০.০৩৬
আফগানিস্তান
-০.৩৩৮
বাংলাদেশ
-১.১৪২
শ্রীলঙ্কা
-১.১৬০
নেদারল্যান্ডস
-১.৩৯৮
১০
ইংল্যান্ড
-১.৫০৪

লড়াইয়ে থাকা আরেকটি দেশ আফগানদের জয়ের বড় সুযোগ ছিল গতকাল রাতে। ক্যাচ মিস ও ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস তাদের সে দফায় সফল হতে দেয়নি। ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে যেত এবং সেমির দৌড়েও থাকতো সামনের দিকে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১০ নভেম্বরের ম্যাচটিতে রশিদ-শহিদীদের শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিতে তাদের নেট রানরেটও বাড়ানোর চাপ থাকবে।

এখন পর্যন্ত সেমির দৌড়ে থাকা প্রত্যেকটি দলই ৮টি করে ম্যাচ খেলেছে। সেখানে ৪টি করে ম্যাচ জয়ে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট সমান ৮ করে। নেট রানরেটের ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। তাদের নেট রানরেট ০.৩৯৮, তাদের অবস্থান টেবিলের চারে। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট ০.০৩৬। এরপরই আফগানদের রানরেট -০.৩৩৮।

আগামীকাল (৯ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। এছাড়া ১০ নভেম্বর আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়বে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১১ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান ও ইংল্যান্ড মুখোমুখি হবে।

এএইচএস