এটিকে ‘দ্য ম্যাক্সওয়েল শো’ বললেও বোধহয় কোনোভাবেই ভুল হবে না। একেবারে ধ্বংসস্তূফে পরিণত হওয়া একটি দলকে কিভাবে প্রায় তিনশ ছোঁয়া ইনিংসে জেতানো যায় সেটাই দেখালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও তার এমন বিধ্বংসী ইনিংস খেলার পর দিনটিকে আফগানিস্তানের দুর্ভাগ্যময়ই বলা চলে। তাদের দেওয়া ২৯১ রানতাড়ায় অজিবাহিনী একশ রানের আগেই ৭ উইকেট হারিয়েছিল, এরপর আর কোনো উইকেট না হারিয়েই তারা অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে।
ক্রিকেট ইতিহাসে দারুণ কিছু রের্কডের দিনটিতে সৃষ্ট সেরা মুহূর্তগুলো দেখে নেওয়া যাক-
বিজ্ঞাপন
ইব্রাহিম জাদরানের হাত ধরে বিশ্বকাপে নিজেদের প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি পেল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেঞ্চুরির আগে যদিও কিছুটা বড় সংগ্রহ গড়ার শঙ্কায় ছিল দলটি। শেষদিকে ইব্রাহিম-রশিদ খানদের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানরা ২৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়।
আফগানিস্তানের বোলিং তোপে শুরুতে দিশেহারা ছিল অস্ট্রেলিয়া। দলীয় রান ৫০ হওয়ার আগেই তারা ৪ উইকেট আর ৯১ রানেই তারা ৭ উইকেট হারিয়ে বসে। এরপর এমন ধ্বংসস্তূফকে অতি মানবীয় ইনিংসে রাঙান ম্যাক্সওয়েল।
বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছেন ম্যাক্সওয়েল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। যা শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। ইনজুরির কারণে তার আগের ম্যাচটিও খেলা হয়নি, এবার ফিরে দলকে দিয়েছেন সেমিফাইনাল নিশ্চিত করা অবিশ্বাস্য একটা জয়। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানে অপরাজিত ছিলেন।