নতুন কমিটি বরখাস্ত, পুরনো লঙ্কান বোর্ডকে পুনর্বহাল আদালতের
বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের কারণে একদিন আগে শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকেই (এসএলসি) ভেঙে দেশটির দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। একইসঙ্গে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন একটি কমিটি। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে ওই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই কমিটি ভেঙে দিয়ে পুরনো বোর্ডকে পুনর্বহালের আদেশ দিয়েছেন দেশটির আদালত।
আজ (মঙ্গলবার) কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। একইসঙ্গে এসএলসির অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেন এসএলসি সভাপতি শাম্মি সিলভা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে আজ এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে যান।
প্রতিবেদনে আরও বলা হয়, রোববার মন্ত্রিসভার বৈঠকে ক্রীড়ামন্ত্রী রানাসিংহে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বেশ কয়েকজন মন্ত্রীর তোপের মুখে পড়েন। ক্রিকেট বোর্ড বরখাস্তের প্রজ্ঞাপন জারির আগে ক্রীড়ামন্ত্রী প্রেসিডেন্ট বা মন্ত্রিসভার কাউকে জানাননি। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটিতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারকের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন ওঠে।
আরও পড়ুন
বিষয়টি নিয়ে পরে শ্রীলঙ্কার সংসদে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে জানান, গতকাল (সোমবার) রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করতে বলেছেন। তাতে রাজি হননি বলে জানিয়েছেন রানাসিংহে, ‘প্রেসিডেন্ট বলেছেন ক্রীড়াঙ্গনকে তিনি তার অধীনে নিয়ে যাবেন। আমি তখন বলেছি, তাহলে আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিন।’
শাম্মি সিলভার নেতৃত্বাধীন এসএলসিকে ডাকাতদের আতুড়ঘর দাবি করে রানাসিংহে বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট চালাচ্ছে ডাকাতরা। যে কারণে আমি অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করব না। অন্তর্বর্তীকালীন কমিটির বিরুদ্ধে বিচার বিভাগের স্থগিতাদেশের সিদ্ধান্ত স্বার্থের সংঘাত।’
এএইচএস