চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে। তাই নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে।

সাকিবের চোট নিয়ে দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও পেইন কিলার (ব্যথা নাশক) খেয়ে সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।’

‘পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব’- যোগ করেন তিনি।

আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এই সিরিজের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে আছে বেশ কয়েকজন স্পিনার। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাখা হয়েছে রাচিন রবীন্দ্র ও ইশ সোধি।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

এইচজেএস