চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যা প্রয়োজন বাংলাদেশের
আগেই বিশ্বকাপে ভালো কিছু করার আশা ভেঙে গেছে বাংলাদেশের। সেখান থেকে তাদের উত্তোরণের কোনো পথ খোলা নেই। কিন্তু সাকিব আল হাসানের দল মেলাতে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সমীকরণ। গতকাল (সোমবার) রাতে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা সেই আশা জিইয়ে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবদের খেলার দুয়ার খুলেছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সাত নম্বরে ওঠার মাধ্যমে। তবুও রয়ে গেছে ‘যদি-কিন্তু’র হিসাব!
অনেক আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল— ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে। তবে কিসের ভিত্তিতে ৮টি দল নির্বাচন করা হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সেটি পরিষ্কার করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা বলছে, আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। আর চলমান বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা সাত দল জায়গা পাবে সেই আসরে। যদি পাকিস্তান সেরা সাতের ভেতর থাকে তাহলে সবমিলিয়ে সেরা আটে থাকলেও কোনো দল সুযোগ পাবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সাতের ভেতরে থাকা ইতোমধ্যে নিশ্চিত করেছে পাকিস্তান। বর্তমানে তারা রয়েছে পাঁচে, শেষ ম্যাচ হারলেও তাদের ন্যূনতম অবস্থান হবে ছয়। সে হিসেবে আট নম্বরে থাকা দলও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে। সাতে ওঠে আসায় টুর্নামেন্টটিতে খেলার সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশও। কিন্তু জয়ের ব্যবধানটা আরও বেশি রেখে তাদের নেট রানরেট বাড়ানোর সুযোগ ছিল। লঙ্কানদের সঙ্গে তিন উইকেটের জয়ে সেটি আর হয়ে ওঠেনি। তাই টাইগারদের শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বাকি ম্যাচগুলোতেও নজর রাখতে হবে।
এক্ষেত্রে শর্ত হলো, অবশ্যই শ্রীলংকাকে তাদের বাকি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হবে। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। ম্যাচটি নিউজিল্যান্ডের জন্যও গুরুত্বপূর্ণ, সেমিতে ওঠার জন্য তাদের সামনেও জয়ের বিকল্প নেই। ম্যাচটি লঙ্কানরা জিতে গেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬, ফলে তারা বাংলাদেশকে টপকে যাবে। টাইগাররা পিছিয়ে নেমে যাবে আটে। তাতেও সমস্যা নেই, যদি না ইংল্যান্ড পরের দুই ম্যাচেই জিতে!
ইংল্যান্ড শেষ দুই ম্যাচে খেলবে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে। সে হিসেবে তারা অন্তত এক ম্যাচ জিতলেও বাংলাদেশের সমান পয়েন্ট (৪) পেয়ে যাবে। টুর্নামেন্টজুড়ে ধুকতে থাকা ইংলিশদের জন্য পাকিস্তানকে হারানো কিছুটা কঠিন হতে পারে। সেমিতে ওঠার লক্ষ্যে ম্যাচটিতে জিততে চাইবে বাবর আজমরা। সে হিসেবে টাইগারদের প্রত্যাশা ইংলিশরা যাতে দুই ম্যাচে জিততে না পারে।
আরও পড়ুন
বাংলাদেশ ও ইংল্যান্ডের পয়েন্ট সমান হয়ে গেলে দেখা হবে নেট রানরেটের হিসাব। তাই শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে (১১ নভেম্বর) বাংলাদেশ হারাতে না পারলেও হারের ব্যবধান কম রাখতে হবে। তবে ম্যাচটি জিততে পারলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে আটের মধ্যে অবস্থান ও অনায়াসেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবেন সাকিবরা! বর্তমানে ২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে জস বাটলারের দল।
অন্যদিকে, নেদারল্যান্ডসকে তাদের বাকি দুটি ম্যাচেই হারতে হবে। ৯ নম্বরে থাকা দলটিরও পয়েন্ট ৪। তাদের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। সেখান থেকে তাই ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।
এএইচএস