ম্যাচ শেষে শ্রীলঙ্কার অসৌজন্য আচরণ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন উত্তেজনায় ঠাসা জমাটবদ্ধ লড়াই। ঠিক তেমনি আরেকটি উত্তাপের ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। আর এই ম্যাচেই প্রথমবার দেখা গেল টাইমড আউটের নজির। যা আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনো দেখা যায়নি। ম্যাচ শেষেও এই আউট নিয়ে থামেনি বিতর্ক। চর্চা করছেন সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররাও।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিতর্কিত ‘টাইমড আউট’ নিয়ে একের পর এক প্রশ্নের সন্মুখীন হতে হয় বাংলাদেশ অধিনায়ককে। সেসব প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যায়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচ শেষে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময় হয়েছে কি না?
বিজ্ঞাপন
জবাবে সাকিব বলেন, ‘খেলা শেষে কোনো কথা হয়নি।’সৌজন্যতামূলক হাত মেলানোর বিষয়ে সাকিব বলেন, ‘আমরা (হাত মেলানো) মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’ পরে সংবাদ সম্মেলনে এসে হাত না মেলানো প্রসঙ্গে ম্যাথিউস বলেন, ‘আপনি তাদেরকেই সম্মান করবেন, যারা আমাদের সম্মান করবে।’
ম্যাথিউস আরও বলেন, ‘তাদের খেলাটিকে সম্মান করতে হবে। আম্পায়ারসহ আমরা সবাই খেলাটির দূত। তাই সম্মান না দিলে, সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কীইবা বলতে পারি।'
ম্যাথিউসের বিরল আউটের ঘটনা ঘটে ইনিংসের ২৫তম ওভারে। কোনো বল খেলার আগেই তিনি টাইম আউট হয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিও প্রথম ঘটনা। যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারও হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ৩ মিনিট পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়াররা।
ক্রিকেটের আইনে আছে, কোনো ব্যাটার আউট হয়ে ফিরে যাওয়ার পর পরের ব্যাটারকে দুই মিনিটের মধ্যে পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। ম্যাথিউস সময়মত মাঠে ঢুকলেও বল মোকাবিলার প্রস্তুতিতে নিয়ে নেন বাড়তি সময়। যার সুযোগ নিয়ে তাকে টাইম আউট করে ফেরায় বাংলাদেশ। এ নিয়ে দ্বিধা দূর করতে ম্যাচ চলাকালেই টাইম আউটের নিয়ম লেখা একটি কাগজ দেখানো হয়। যেখানে দেখা যায়, সামারাবিক্রমা ও ম্যাথিউসের ব্যাটে প্রস্তুত হতে ৫ মিনিটের মতো সময় লেগেছে।
ম্যাথিউস ঠিক কোন জায়গায় ভুলটা করেছেন— সেটি ব্যাখ্যা করেছেন ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকা আদ্রিয়ান হোল্ডস্টক, ‘ব্যাটসম্যান হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সব সরঞ্জাম ঠিকঠাক আছে। আপনাকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো প্রস্তুত থাকতে হবে, সেটা শুধু গার্ড (ক্রিজে দাঁড়ানো) নেওয়া নয়। ফলে কৌশলগতভাবে আসলে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যেই মাঠে চলে যেতে হবে, যেন বল খেলার জন্য তৈরি হতে পারেন।’
ম্যাথিউসকে টাইমড আউট করা নিয়ে আরও যা পড়তে পারেন
এসএইচ/এফআই