‘এল ক্লাসিকো’ নাকি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই? বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে নজর রাখলে এমন জিজ্ঞাসা মনের কোণে উঁকি দিতেই পারে। গত কয়েক বছর ধরে দুই দলের মাঠের লড়াই অনেকটা এমন দ্বৈরথেই রূপ নিয়েছে। যাতে ঘি ঢেলেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’।

জবাবে ম্যাচজুড়ে টাইগার ব্যাটারদের একের পর এক স্লেজিং করেন লঙ্কানরা। ক্ষেপে যাওয়া সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তও পেয়ে যান ফর্মে ফেরার রসদ। তাদের দুজনের ১৬৯ রানের জুটিতে ভর করে বাংলাদেশ ৩ উইকেটের বড় জয় পেয়েছে।

ছবিতে দেখা যাক বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সেরা মুহূর্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা! হয়েছে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই, পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে যা ম্যাচের রঙ পাল্টে দেয়। 

দিল্লিতে টাইমড আউট নাটকের পর চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

শান্ত ও সাকিবের রেকর্ড ১৬৯ রানের জুটিতে রান তাড়ায় পাল্টা জবাবটা দিচ্ছিল বাংলাদেশ। যদিও সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে দুজনেই কাটা পড়েন প্রথম ইনিংসে টাইমড আউট হওয়া ম্যাথিউসের বলে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি লঙ্কানরা। ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। 

এফআই