ইতিহাসের প্রথম টাইমড আউট, কী বলছেন সাবেক তারকারা
বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিরল এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত হতে পারেননি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিনি তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করেন।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। ফলে কোনো বল খেলার আগেই সাজঘরে ফিরে যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউস।
বিজ্ঞাপন
বিরল এই আউটের পক্ষে-বিপক্ষে বিতর্কে নেমেছেন ক্রিকেট সমর্থকরা। কথা বলছেন বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররাও।
আজকের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াকার বলেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’ আরেক ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, ‘এ ঘটনার পর শ্রীলঙ্কা নিশ্চয়ই আরও একটু বেশি আবেগ ও রাগ নিয়ে খেলবে।’
আরও পড়ুন
অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'ম্যাথিউস ক্রিজে চলে এসেছিল এরপর তার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। এটা কীভাবে টাইমড আউট? টাইমড আউট হতো যদি সে ক্রিজে না যেত কিন্তু এটা হাস্যকর। কোনো পার্থক্য নেই একজন ব্যাটার ক্রিজে গিয়ে তৈরি হতে তিন মিনিট সময় নিয়েছে কি নেয়নি।'
এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ লিখেছেন, 'ভুলে যান স্পিরিট অব দ্য গেমের কথা, নিয়মের কথাও ভুলে যান, একজন ভালো মনের ক্রিকেটার কীভাবে এমন একটি আউটের জন্য আবেদন করতে পারে? কীভাবে একটি আউট এভাবে নিতে পারে।'
— Dale Steyn (@DaleSteyn62) November 6, 2023
গৌতম গম্ভীর বলেন, 'আজকে দিল্লিতে যা হয়েছে এটা সত্যিই হতাশাজনক।' ডেল স্টেইন বলেছেন, 'আচ্ছা, এটা এতটা ভালো নয়।' আকাশ চোপড়া বলেছেন, 'চলো ভাই, এটাই শুধু বাকি ছিল।'
স্টিভ হারমিসন বলেছেন,'আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রথম। এটি বেশ অভাবনীয় যে ম্যাথিউস তার হেলমেটটাও দেখে আনলেন না। তিনি এটি কীভাবে করলেন? প্লেয়িং কন্ডিশন ও নিয়ম অনুযায়ী সাকিবের সিদ্ধান্ত সঠিক, আমার অবস্থানও তার পক্ষে।'
‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্টেইন। তিনি বলেন, ‘এটা ভালো কিছু হলো না।’
এদিকে, ম্যাথিউসের টাইমড আউট নিয়ে ইনিংস শেষে লঙ্কান ব্যাটার আসালাঙ্কা বলেন, ‘আমার দৃষ্টিতে ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের বাইরে।’
এফআই