হট ফেভারিটের তকমা গায়ে মেখে ভারতে পা রেখেছিল পাকিস্তান। অথচ রাউন্ড রবিন লিগের শেষদিকে এসে কোনোরকমে সেমির লড়াইয়ে টিকে আছে বাবর আজমের দল। অনেক যদি, কিন্তুর ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য। দলের এমন খারাপ সময়ে শহিদ আফ্রিদির শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন আফ্রিদি। বৈঠকের সময়, জাকা আশরাফ ক্রিকেটের প্রতি শহীদ আফ্রিদির উৎসর্গ এবং অবদানের কথা স্বীকার করেন।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে নিয়ে আশরাফ বলেন, 'পাকিস্তানের একজন নায়ক হিসাবে আমরা আফ্রিদির প্রশংসা করি। সে মাঠে ব্যতিক্রমী প্রতিভা এবং মাঠের বাইরে দারুণ আচরণের মাধ্যমে দেশের একজন মহান রাষ্ট্রদূত হিসাবে প্রমাণিত করেছে নিজেকে। পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে আমরা আপনার অভিজ্ঞতা পেতে চাই।’

এসময় তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত তারকা হিসেবে গড়ে তোলার এবং তাদের পাকিস্তান ক্রিকেটের প্রতিনিধি হিসেবে ইতিবাচকভাবে গঠন করার আগ্রহ প্রকাশ করেছেন  আফ্রিদি। তিনি পাকিস্তান ক্রিকেটের জন্য জাকা আশরাফের প্রচেষ্টা এবং অবদানেরও প্রশংসা করেন।

এইচজেএস