মা ও দেশের জন্য সেমিফাইনালে উঠতে চান শহিদী
চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে চার জয়ে নিজেদের সেমিফাইনালের দৌড়েও টিকিয়ে রেখেছে হাশমতউল্লাহ শহিদীর দল। আফগান এই অধিনায়ক তিন মাস আগে মাকে হারিয়েছিলেন। অন্যদিকে যুদ্ধ ও ভূমিকম্পে বিপর্যস্ত তার দেশ। তাই অন্তত পরিবার ও দেশের মানুষের জন্য দলকে সেমিফাইনালে তুলতে চাওয়ার কথা জানিয়েছেন শহিদী।
আফগানদের সামনে আরও দুটি ম্যাচ বাকি। ৭ ম্যাচের মধ্যে তারা চারটিতে জিতেছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন শহিদী-রশিদ খানরা। এর আগে তারা হারিয়েছিল ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচেই জিততে পারলে সেমিতে ওঠে যাবে আফগানিস্তান, একটিতে জিতলে তাদের মেলাতে হবে নেট রানরেটের হিসাব।
বিজ্ঞাপন
ডাচদের হারিয়ে আফগান অধিনায়ক শহিদী বলেন, ‘আমরা সবাই সংঘবদ্ধ। সবাই উপভোগ করছি এবং দলকে জেতানোয় মনোযোগ রাখছি। সেমিফাইনাল খেলতে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। যদি সেটি করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল অর্জন হবে। পরপর তিনটি ম্যাচে রানতাড়া করে জিতেছি। আমি গর্বিত। এবারের বিশ্বকাপে আমরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারছি। সেটাই সবচেয়ে ভাল লাগছে।’
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 4, 2023
তিন মাস আগে মা’কে হারিয়েছেন শহিদী। সেই শোককে শক্তিতে পরিণত করে দারুণ ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আফগান অধিনায়ক। তবে পরিবারের চেয়েও দেশের জন্য সেমিফাইনাল খেলার কথা বলছেন তিনি, ‘তিন মাস আগে মা’কে হারিয়েছি, এজন্য আমার পরিবার শোকাহত। তবে আমার পরিবারের চেয়েও দেশের জন্য বড় কিছু হবে যদি শেষ চারে খেলতে পারি।’
আরও পড়ুন
আফগান শরণার্থীদের জন্য এই জয় উৎসর্গ করলেন শহিদী, ‘দেশে বিশাল সংখ্যক শরণার্থী সংগ্রাম করে যাচ্ছে। আমরা তাদের কষ্টের জীবন ভিডিও ও ছবিতে দেখছি এবং কঠিন সময়ে তাদের প্রতি আমাদের সমর্থন আছে। দেশের বাইরে থাকা সেসব শরণার্থীদের জন্য আমাদের এই জয় উৎসর্গ করছি। আশা করি তারা এক সময় নিজেদের দেশে ফিরতে পারবে।’
শেষ দুই ম্যাচে আফগানিস্তান ৭ নভেম্বর অস্ট্রেলিয়া এবং ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ৮ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে টেবিলের পাঁচে অবস্থান করছে।
এএইচএস