বাঁচা-মরার ম্যাচের আগে ‘নতুন শত্রু’ হাজির পাকিস্তানের
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলেও সেমিফাইনালে খেলতে জটিল সমীকরণ মেলাতে হবে বাবর আজমদের। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৬।
বিশ্বকাপের শেষ চারে যেতে হলে বাকি থাকা দুই ম্যাচে অবশ্যই জয় পেতে হবে ম্যান ইন গ্রিনদের। সেইসঙ্গে অবশ্য কিছুটা হিসেবের আশ্রয়ও নিতে হবে তাদের। আর হিসেবের জটিলতা শুরু হচ্ছে পরের ম্যাচ থেকেই।
বিজ্ঞাপন
বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুর মাঠে। সেই ম্যাচে কিউইদের হারিয়ে দিলে সেমিফাইনালে উঠার সুযোগ থাকবে বাবর আজমদের কাছে। কিন্তু ম্যাচ হবে তো? বেঙ্গালুরুর আবহাওয়া খুব একটা স্বস্তির খবর দিচ্ছে না।
শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় সকাল ১০.৩০ টা থেকে। কিন্তু আবহাওয়ার তথ্য অনুযায়ী বেলা ১টা থেকে বৃষ্টি হতে পারে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেদিন ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সত্যিই ওই সময়ে বৃষ্টি হয়, তাহলে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ওপর প্রভাব পড়বে। আর ম্যাচটাই যদি না হয়, তাহলে সব থেকে সমস্যা হবে পাকিস্তানের।
আরও পড়ুন
বাবরদের এখনও সুযোগ রয়েছে ১০ পয়েন্টের। আর সেই সঙ্গে যদি কিউইরা হেরে যায় তাহলে আরও সুবিধা হবে পাকিস্তানের। কিন্তু ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। তখন কোনোভাবেই ১০ পয়েন্টে পৌঁছাতে পারবে না পাকিস্তান। সুবিধা পেয়ে যাবে নিউজিল্যান্ড।
পাকিস্তানের শেষ দু’টি ম্যাচ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে উঠতে হলে এই দু’টি ম্যাচ জিততেই হবে বাবরদের। অন্যদিকে, পাকিস্তান ছাড়াও লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পাকিস্তান এবং নিউজিল্যান্ড দু’টি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তান পেয়েছে ৬ পয়েন্ট। কিউইদের ঝুলিতে আছে ৮ পয়েন্ট।
এফআই