বিশ্বকাপে প্রথম শতরানের দিকে এগোচ্ছিলেন দারুণভাবেই। কিন্তু নার্ভাস নাইনটিতে গিয়ে কাটা পড়েন। ৯২ রানের মাথায় খারাপ শট খেলে সাজঘরে ফিরলেন শুভমান গিল। সেঞ্চুরি মিস হলেও আগ্রাসী ব্যাটিংয়ে মন জয় করে নিয়েছেন ভারতীয় তারকা এই ওপেনার। আউট হয়ে শুভমান সাজঘরে ফেরার সময় উঠে দাঁড়িয়ে হাততালি দেন সারা টেন্ডুলকার, যার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে অনেক চর্চাই চলছে।

ডেঙ্গু পজিটিভ থাকায় চলতি বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি শুভমান। পাকিস্তান ম্যাচ দিয়ে ফেরার পর একটিই ফিফটি পেয়েছেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে অর্ধশতরান করার পর থেকেই মুম্বাইবাসী প্রার্থনা শুরু করে দিয়েছিল শুভমানের জন্য। বিশেষত যেখানে গ্যালারিতে সারা এবং শচীন টেন্ডুলকার হাজির ছিলেন। 

দ্রুত রোহিত ফেরার পর ধীরে সুস্থে খেলছিলেন শুভমান। পরে ক্রিজে থিতু হয়ে যাওয়ার পর আর তাকে থামানো যায়নি। একের পর এক দর্শনীয় শট খেলতে থাকে। রানও আসতে থাকে। স্ট্রাইকরেটও বাড়তে থাকে। কোহলির থেকে রানে অনেকটাই পিছিয়ে থাকলেও আগ্রাসী খেলে তাকে ছুঁয়ে ফেলেন এবং পেরিয়েও যান। একসময় মনে হচ্ছিল আগে শুভমানই শতরান করবেন।

কিন্তু ৯২ রানের মাথায় বিপর্যয়। ধীরগতির বল করেছিলেন দিলশান মাদুশঙ্কা। বুকের ওপরে আসা বল উইকেটকিপারের মাথার ওপর দিয়ে হয়তো বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন শুভমান। কিন্তু ব্যাটে হালকা ছোঁয়া লেগে বল জমা পড়ে উইকেটকিপার কুশাল মেন্ডিসের হাতে। তখনই ক্যামেরা ধরে দর্শকাসনে বসে থাকা সারাকে।

দু’হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন সারা। তবে শুভমান সাজঘরে ফেরার সময় উঠে দাঁড়িয়ে হাততালি দিতেও ভুললেন না শচীন-কন্যা। চলতি বছরের ষষ্ঠ শতরান হওয়ার সুযোগ ছিল শুভমানের সামনে। বছরের শুরুতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই একটি সেঞ্চুরি করেছিলেন তিরুঅনন্তপুরমে। পরে বাংলাদেশের বিপক্ষেও দ্বিশতরানও রয়েছে। এরপর আরও তিনটি শতরান করেন। কিন্তু ষষ্ঠ শতরান এখনও অধরাই থাকল শুভমানের।

এফআই