শোচনীয় পরাজয় নিয়ে যা বলছেন বাংলাদেশের প্রথম টেস্ট কোচ
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি। ৭ ম্যাচের ৬টিতেই আছে হার। ওয়ানডে সুপার লিগে তৃতীয় হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করা দলটিই বাদ পড়েছে সবার আগে। এমনকি সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া যাবে কিনা তা নিয়েও আছে বড় রকমের শঙ্কা। পরের দুই তো ম্যাচ জিততে হবেই, সঙ্গে ভাগ্যের আশ্রয়ও থাকা লাগবে বাংলাদেশের পক্ষে।
দলের এমন বিপর্যস্ত অবস্থার কারণ হিসেবে অনেককেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকরা। তবে এমন বাজে অবস্থার জন্য ব্যাটিং অর্ডারকেই দায়ী করেছেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট কোচ সারোয়ার ইমরান। বিশেষ করে টপ-অর্ডারে অস্থিরতাকে বড় করে দেখছেন তিনি।
বিজ্ঞাপন
গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরোয়ার ইমরান বলেন, 'আপনি যদি জিজ্ঞেস করেন ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান কারা, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, বিশ্বকাপে খেলছে যেকোনো দলের টপ অর্ডার ব্যাটসম্যানের নাম আপনারা সবাই বলতে পারবেন। শুধু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান কারা আমরা বলতে পারব না।'
এমন অবস্থা নিয়ে ভাল ফলাফল আশা করা যায়না বলে উল্লেখ করেছেন সাবেক এই কোচ, ‘কালকে কে ওপেন করবে, পরশু কে ওয়ান ডাউনে খেলবে সেটা আমরা জানি না। যে দলের টপ অর্ডার ঠিক হয়নি সেই দলের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।'
তামিমের অবসর প্রসঙ্গ এবং অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন এই কোচ। সাবেক কোচের ভাষ্য, 'প্রথম সমস্যা হলো তামিমের অবসর। অধিনায়কত্ব থেকে সরে যাওয়া, অপরিকল্পিত টপ অর্ডার, কেউ জানে না সে কোন জায়গায় খেলবে। একটা প্লেয়ারের টপ অর্ডারে খেলতে হলে আলাদা অনুশীলন লাগে, আলাদা ট্যাকনিক লাগে। নতুন বলে সুইং থাকে, যে কাউকে এনে ওপেনিং করালাম পরে যারা আসবে তারা জানে যে আমি রান করতে পারলে আমি থাকব না।
তানজিদ তামিমকে নিয়েও মুখ খুলেছেন তিনি, ‘তানজিদ তামিম ওপেনিং করল। সে হয়ত ভালো ব্যাটসম্যান, প্রতিভাবান কিন্তু বিশ্বকাপ দলে আসার মতো মনে হয় না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত।'
এসএইচ/জেএ