দুই সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার রানপাহাড়
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম কী আক্ষেপে পুড়ছেন!
চলতি বিশ্বকাপে আজকের ম্যাচসহ সাত ইনিংসের পাঁচটিতেই শুরুতে ব্যাট করতে নেমে তিনশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে বিশ্বকাপের প্রথম দল হিসেবে এক আসরে চারবার ৩৫০-এর বেশি রান করার রেকর্ডও তাদের। সেই আফ্রিকাকেই টস জিতে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন লাথাম। ফলাফল, বিধ্বংসী ব্যাটিং লাইন-আপকে থামানো যায় কীভাবে, পুনেতে সেই প্রশ্নের উত্তরই খুঁজতে হয়েছে!
বিজ্ঞাপন
নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মুখোমুখিতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড প্রোটিয়াদের। নিউজিল্যান্ডকে এই ম্যাচ জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড। অবশ্য আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার ৩৮৮ রানের বড় টার্গেট তাড়ায় ৩৮৩-তে থেমেছিল কিউইদের ইনিংস।
আজ (বুধবার) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে রেকর্ডগড়া সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন রাসি ফন ডার ডুসেনও। এই দুই সেঞ্চুরিয়ারের ২০০ রানের জুটিতে শুরুটা দাপুটে হয় দক্ষিণ আফ্রিকার। শেষ দিকে ঝড় তোলেন ডেভিড মিলার। তাতে সাড়ে তিনশো ছাড়ায় প্রোটিয়াদের সংগ্রহ।
দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটারদের আটকে রাখার কম চেষ্টা চালায়নি কিউই বোলাররা। দুই সেঞ্চুরির পরও ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২৩৮। শেষ ১০ ওভারে মিলার ঝড়ে ১১৯ রান যোগ করে তারা। এর মধ্যে খেলা চলাকালে পেসার ম্যাট হ্যানরির চোট অনেকটা পিছিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
অবশ্য এদিন মন্থর গতিতে ইনিংস শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের নবম ওভারে যখন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা আউট হন তখন দক্ষিণ আফ্রিকার রান ৩৮। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে তারা। এরপরের গল্পটা ডি কক আর রাসি ফন ডার ডুসেনের। দুজনে মিলে শেষ পর্যন্ত ১৮৯ বলে ২০০ রানের বড় জুটি গড়েন। দুজনই নিজেদের ইনিংস সেঞ্চুরি পর্যন্ত নিয়ে গেছেন।
বিদায়ের মঞ্চটা রাঙিয়ে যাচ্ছেন ডি কক। বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন। শেষ আসর খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে ভাঙছেন একের পর এক রেকর্ড। আজ ইনিংসের ৩৬ ওভারের শেষ বলে জিমি নিশামকে সপাটে ছক্কা হাঁকিয়ে ১০৩ বলে চলতি আসরে নিজের চতুর্থ শতরান পূর্ণ করেন।
সেই সঙ্গে এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ডে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার (২০১৫ বিশ্বকাপ) পাশে বসলেন ডি কক। আর একটি সেঞ্চুরি হলেই ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মার এক আসরে (২০১৯ বিশ্বকাপ) সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার হচ্ছে, এবারের আগে বিশ্বকাপে ডি ককের শতরানের ইনিংস ছিল না একটিও।
সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ টিকতে পারেননি অবশ্য। সাউদির অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপসের তালুবন্দি হন তিনি। সাজঘরে ফেরার আগে ১১৬ বলে ১০ চার ও তিন ছক্কায় ১১৪ রান করেছেন। ডি ককের পরপরই টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান ডুসেন। সাউদির বলে যতক্ষণে আউট হন, তার আগেই খেলেছেন ১১৮ বলে ৯ চার ও ৫ ছক্কার মারে ১৩৩ রানের অবিশ্বাস্য এক ইনিংস।
শেষটা রাঙালেন ডেভিড মিলার। একজন আদর্শ ফিনিশার হিসেবে ৩০ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন। তার ইনিংসে ভর করেই সাড়ে তিনশো ছাড়ায় প্রোটিয়াদের সংগ্রহ।
এফআই