ফাইল ছবি

টানা ছয় পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করেছিল সাকিব আল হাসান। এরপর একের পর এক হারে পথ হারিয়ে ফেলে টিম টাইগার্স। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আর তাই টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার। 

গতকাল (মঙ্গলবার) কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর মিক্সড জোনে আসা শরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, সময় কি একটু বেশিই কঠিন, বিশ্বকাপ শেষ হলে স্বস্তি পান এমন অবস্থা? উত্তরে এই পেসার বলেন, ‘এমন কিছু না। সময় খারাপ যাচ্ছে, কিন্তু কখনো এটা ভাবছি না বিশ্বকাপ শেষ হলে বেঁচে যাই। প্রতিটা অনুশীলন সেশনে আবার কীভাবে কামব্যাক করবো, ওভাবে প্র্যাক্টিস করার চেষ্টা করছি।'

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অবশ্য চেষ্টার কমতি রাখছেন না। ম্যাচ চলাকালীন সময়েও তাকে দেখা যায় পেসারদের সঙ্গে কথা বলে পরামর্শ দিতে। ম্যাচ হারের পর টিভিতে দেখা যায় তার হতাশ চেহারাও। পেসারদের সঙ্গে তার কী কথা হচ্ছে? উত্তরে শরিফুল বলেন, ‘সে সবসময় সাহস দেয়, যখন যে স্পেলে আসে; সেরাটা দেওয়ার ও বেসিক প্ল্যানে থাকার কথা বলে। এর থেকে আর কী বলবে।’

সাকিব আল হাসানের নেতৃত্বের পাশাপাশি দলের সেরা পারফর্মারও। তবে বিশ্বকাপে এসে খুব একটা ভালো করতে পারছেন না তিনি। যা দলে প্রভাব পড়ছে কি না উত্তরে শরিফুল বলেন, ‘আসলে উনি কিন্তু বিশ্বকাপের আগে অনেকগুলো ম্যাচ খেলেছেন, অনেক ভালো খেলেছেন। সে হিসেবে সবারই চাওয়া থাকে। চেষ্টা করছেন, ইনশাআল্লাহ সামনে হবে।’

এসএইচ/এফআই