২০১৯ বিশ্বকাপে সেরা পারফর্মারদের একজন ছিলেন সাকিব আল হাসান। তবে চলমান ভারত বিশ্বকাপে নিজেকে হারিয়ে খোঁজছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাট হাতে ৫ ইনিংসে করেছেন মোটে ৬১ রান। পাশাপাশি বল হাতে পেয়েছেন ৭ উইকেট।

সাকিবের এমন পারফরম্যান্সে হতাশ দেশের ভক্ত-সমর্থকেরা। পাকিস্তান ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘আমিও পারফর্ম করতে চাই।’ ফর্মে ফিরতে কোন পথে হাঁটছেন সাকিব? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমিও ওই পথটা খোঁজার চেষ্টাই করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের সময়টাও ভালো কাটছে না। এখন বিশ্বকাপে তাদের ম্যাচ বাকি তিনটি। দলের লক্ষ্য্যটা কী? উত্তরে সাকিব বলেন, ‘লক্ষ্য হচ্ছে আগামীকালের ম্যাচ খেলা ও জেতার চেষ্টা করা। আমাদের সেরাটা করা। দুই পয়েন্টের দিকে তাকানো যেটা নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দেওয়ার।’

‘আমরা আলোচনা করেছি এ নিয়ে, টিম মিটিং ছিল। আমরা বসেছি আর কথা বলেছি কীভাবে এখনকার পরিস্থিতি থেকে বের হওয়া যায়। কিন্তু আমাদের এটা কাজে প্রমাণ করতে হবে। কথা বলে লাভ নেই যদি সেটা কাজে না আসে। এটা আমাদের মাঠে করতে হবে যেন সবাই দেখতে পারে।’-যোগ করেন সাকিব।

এসএইচ/এইচজেএস