২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টাই ছিল আফগানিস্তানের বিশ্বকাপের সবশেষ জয়। এরপর ২০১৯ আসরে হেরেছিল সবকটা ম্যাচ। এবারের আসরেও তাদের রাখা হয়েছিল আন্ডারডগের তালিকায়। তবে ৬ষ্ঠ রাউন্ডের আগে আফগানিস্তানই হয়ে উঠলো এবারের টুর্নামেন্টে সারপ্রাইজ প্যাকেজ। ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে রীতিমত চমকে দিয়েছে সবাইকে। 

আফগানদের এমন সাফল্য রীতিমত বিষ্মিত করেছে বাকি বিশ্বকে। ব্যাটে বলে এমন দাপুটে ডার্কহর্স বিশ্বকাপে খুব একটা নজরে আসেনি। সবশেষ ২০০৩ বিশ্বকাপে এমন চমক দেখিয়েছিল কেনিয়া। কিন্তু ঠিক কী কারণে এমন দারুণ সাফল্য আফগানদের। সাংবাদিকদের মুখে মুখে ছিল এই প্রশ্ন। তার জবাবটাও দিয়েছেন দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। 

ম্যাচের আগে এক প্রশ্নের জবাবে হাশমতউল্লাহ বলেন, ‘এই দলটা নিয়ে আমরা গত দুই বছর কাজ করেছি। ধারাবাহিকভাবে একই দল নিয়ে খেলেছি। কিছু জায়গায় আমরা ভালো করছিলাম না, বিশেষ করে ডেথ বোলিংয়ে পেস বিভাগে। এ জন্য আমরা কাজটা করতে সক্ষম, এমন একজনকে নিতে চেয়েছি। নাভিন উল হক দলে ছিল না, বিশ্বকাপে তাকে নিয়ে আসা হয়েছে।’

দলের খেলোয়াড়দের নিয়মিত সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন আফগান অধিনায়ক, ‘এই দলটা বিশ্বকাপ দিয়ে শুরু হয়নি। দুই বছর ধরেই এ নিয়ে কাজ করেছি। নিয়মিতভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে খেলেছি। প্রচুর ঘরোয়া পঞ্চাশ ওভার ক্রিকেট খেলেছি। নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। একই দলে স্থির থেকেছি। যখন ভালো করছিলাম না, তখনো এই দল এবং একই খেলোয়াড়দের ওপর বিশ্বাস রেখেছি। তাদের প্রচুর সুযোগ দেওয়া হয়েছে।’

জেএ