নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের পর সমালোচনার বিষে বিদ্ধ হচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় সবাইকেই দায়ী করছেন বলছেন ভক্ত-সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসছেই। অবশ্য দর্শকদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবেই স্বীকার করে নিলেন নাজমুল হাসান পাপন।

রোববার কলকাতায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, 'মানুষ এখন খারাপ বলবে, অবশ্যই বলবে। না বলার কোনো কারণ নেই। মানুষজন ক্রিকেটকে ভালোবাসে বলেই খারাপ খেললে কথা বলে। মানুষজন বোর্ডকে, কোচিং স্টাফকে ও প্লেয়ারদের বলবে। এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমরা একমত। এটা নিয়ে আমাদের কিছু বলা উচিত না।'

এর আগে গত শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের ব্যবধানে ম্যাচ হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা একেবারে শেষ। পাশাপাশি দর্শকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাকিব নিজেও হতাশ। যার ফলাফল দর্শকরা প্রতিক্রিয়া দেখিয়েছেন মাঠেও। 

দর্শকদের এমন প্রতিক্রিয়া নিয়ে সাকিব সংবাদ সম্মেলনে বলেন, ‘হতাশাজনক (দর্শকদের প্রতিক্রিয়া)। তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি এটা আমরা ডিজার্ভ করি।’

সামনে বাকি তিন ম্যাচ যেখানে টাইগারদের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন পাপন। সেই সাথে এটিও মনে করিয়ে দিলেন খুব যে বড় কিছুও হবে সেটাও চিন্তা করা কঠিন। তবে টাইগারদের উপর বিশ্বাস রাখছেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, 'আমি বিশ্বাস করি এখনো সম্ভব, ভালো ক্রিকেট খেলা। আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে না। আমি তাদের এইটাই বলেছি। অবশ্যই তাদের কামব্যাক করা উচিত। ওরা কি চায় বলুক, যখন যা লাগবে আমরা আছি।'

এসএইচ/জেএ