পাপনকে যা যা বললেন সাকিব

শেষবার কবে বিশ্বকাপে এমন লজ্জাজনক পারফর্ম ছিল বাংলাদেশের। এমন প্রশ্নের উত্তরে অনেকেই ফিরিয়ে আনবেন ২০০৩ বিশ্বকাপের কথা। সেবার কানাডার কাছেও হারতে হয়েছিল বাংলাদেশের ছেলেদের। আবার ২০১১ বিশ্বকাপে ৫৮ এবং ৭৮ রানের লজ্জা থাকলেও ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে জয় এসেছিল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য বলছেন, এটাই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ। 

দলের মত ব্যর্থ অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। বিশ্বকাপে ৫ ম্যাচে তার রান ৬১। দেশে এসে নিজের সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে দীক্ষা নিয়েও লাভ হয়নি তার। ডাচদের বিপক্ষে আউট হয়েছেন ৫ রান করে। রোববার দুপুরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে পেয়ে নিজের সেই কথাই যেন বলে গেলেন টাইগার অধিনায়ক। 

নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন সাকিবের সঙ্গে তার কথোপকথন নিয়ে। এক গণমাধ্যমে বোর্ড সভাপতি জানান, সাকিব নাকি বলছিলেন, ‘এতগুলো ম্যাচে টানা রান না করার ঘটনা আমার জীবনেই কখনো হয়নি। বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে।' 

অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। কিন্তু নিজেই পারছেন না পারফর্ম করতে। সেই আক্ষেপের কথাই প্রকাশ করেছেন বোর্ড সভাপতির কাছে, ‘আমি নিজেই তো কিছু করতে পারছি না। অন্যদের তাহলে কী বলব?’ 

নিজেকে নিয়ে হতাশাও নাকি ব্যক্ত করেছেন, ‘খুবই হতাশাজনক। এটা মেনে নেওয়া কঠিন। হোটেলে ফিরে ঘুমাতেই পারছিলাম না। শেষ পর্যন্ত রাত সাড়ে তিনটার দিকে একটু ঘুমিয়েছি।’ 

তবে শেষ তিন ম্যাচে ভাল করতে চান সাকিব আল হাসান। গতকালই ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেছিলেন, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’

এসএইচ/জেএ