গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। যা বিশ্বকাপের আগে আরও চরম আকার ধারণ করে। মূলত তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার নেপথ্যে সাকিবের ‘অপছন্দ’কে বড় কারণ বলে মনে করা হয়। এবার সেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। একইসঙ্গে ২০ বছর ধরে টেস্ট খেললেও টাইগারদের গড়পড়তা পারফরম্যান্সের জন্য তিনি তোপ দেগেছেন।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’র অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নের আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। তাদের জন্য অন্তত কিছু ক্লোজ ম্যাচ উপহার দিতে পারতে।’ এ সময় তিনি বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্সকে গড়পড়তার চেয়েও নিচু মানের বলে মন্তব্য করেন। তার মতে, রিয়াদকে আরও ওপরে খেলানো উচিৎ।

মাহমুদউল্লাহ প্রসঙ্গের পর আকরাম বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে তামিম ইকবালের বাদ পড়ার বিষয়টি বেশ বিতর্কের জন্ম দেয়। বিশ্বকাপ দলে তামিমের জায়গা না পাওয়া এবং সাকিব একটি সাক্ষাৎকারে তামিমকে নিয়ে বিতর্কিত কথা বলে আলোচনা-সমালোচনার আগুনে ঘি ঢেলেছিলেন।

এসব বিতর্ক নিয়ে আকরাম বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এই সময়ে গড়পড়তা পারফরম্যান্সও করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে তাদের অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে রাজনীতি কী, কারণটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ–অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’

আকরাম আরও বলেন, ‘বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিৎ। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে।’

ধারাবাহিক বাজে ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। গতকালের (শনিবার) আগে তারা বিশ্বকাপের টানা চার ম্যাচে ন্যূনতম লড়াই ছাড়াই হেরেছিল। এরপর নেদারল্যান্ডসের সঙ্গেও যেন খারাপ পারফরম্যান্সে সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নামে সাকিব আল হাসানের দল! ইডেন গার্ডেনে আগে ব্যাট করা নেদারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৩০ রানের লক্ষ্য দাঁড় করায়।

বোলিংয়ে বেশ নিয়ন্ত্রণ দেখানো টাইগারদের ব্যাটিং লাইনআপ ধসে পড়তে সময় লাগেনি। ধারাবাহিক ব্যর্থতায় মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে টেস্ট স্বীকৃতি না পাওয়া ডাচদের কাছেও ৮৭ রানে বাংলাদেশ হারের তিক্ত স্বাদ পায়। যা চলতি বিশ্বকাপের ছয় ম্যাচে টানা পঞ্চম হার।

এএইচএস