বাংলাদেশ অধ্যায়ের ইতি টানছেন ডোনাল্ড!
গতকাল শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি এটাই? উত্তরে, সাংবাদিকের সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। একই সময়ে সাকিব শুনিয়েছেন ব্যাটারদের ব্যর্থতার গল্প, দিয়েছেন ফিরে আসার অভয়। এতসব মন খারাপের ভীড়েও একটা জায়গায় কিছুটা স্বস্তি বোধ করছেন সাকিব—বোলিং ইউনিট। আরেকটু নির্দিষ্ট করে বললে, পেস বোলিং ইউনিট।
৪৬ দিন কিংবা ৪৮ ম্যাচের ভারত বিশ্বকাপকে যে মানদণ্ডেই বিচার করা হউক, যৌবন পেরিয়ে মাঝ বয়সে আছে এই আসর তা বলাই যায়! চলমান বিশ্বকাপের বয়স এখন সময়ের হিসেবে ২৫ দিন, আর ম্যাচের হিসেবে ২৮। মাঝপথে এসে আসরের সেরা রান সংগ্রাহকের শীর্ষ ১৫ জনের তালিকায় একজনও নেই বাংলাদেশের। দলের হয়ে সর্বোচ্চ ২১৮ রান করে ১৯ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। তবে বোলিংয়ে ১৫ নম্বরে আছেন শরিফুল। তাছাড়া স্কোয়াডে থাকা বাকি চার পেসারের আর কেউই সবগুলো ম্যাচ খেলেননি। তাসকিন কিংবা মুস্তাফিজ সব ম্যাচ খেললে হয়তো তাদের আরো ওপরে দেখা যেতো।
বিজ্ঞাপন
সবমিলিয়ে আসরে বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স খারাপ বলা যাবে না। বরং ভারতের ব্যাটিং স্বর্গে সেরাটাই দিচ্ছেন তারা। কিন্তু বছর কয়েক আগেও টাইগার শিবিরের সবচেয়ে চিন্তার কারণ ছিল পেস ইউনিট। তাসকিন-মুস্তাফিজদের পারফরম্যান্স গ্রাফে এমন উন্নতির পেছনে বড় অবদান অ্যালান ডোনাল্ডের। অথচ বিশ্বকাপ ব্যর্থতায় বড় দায় পড়ছে তার কাঁধে!
আরও পড়ুন
২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।
আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির। অর্থাৎ বিশ্বকাপ শেষেই তার দায়িত্ব শেষ হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, ডোনাল্ডের মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বোর্ড। ধারণা করা হচ্ছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের 'গুডবুকে' না থাকার কারণেই ডোনাল্ডের ওপর আস্থা কমছে বোর্ডের।
অবশ্য ডোনাল্ড এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, এখনো বিসিবির সঙ্গে তার আলচনা চলছে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বোলিং কোচ বলেন, 'বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হবে। আমি এটার প্রতি সম্মান রেখে এখন গণমাধ্যমে কিছু বলতে চাই না, আমার পুরো মনযোগ এখন বিশ্বকাপের দিকে।'
এসএইচ/এইচজেএস