সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ দলের। তবে সেই জয় তো দূরের কথা, উল্টো ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন হারের পর স্বাভাবিকভাবেই হতাশ দেশের ভক্ত-সমর্থকরা।

বিশ্বকাপে কাগজে-কলমে এখনো টিকে থাকলেও কার্যত এক প্রকার ছিটকেই গেছে বাংলাদেশ দল। ডাচদের বিপক্ষে  আবারো ফুটে উঠছে ব্যাটারদের দুর্দশার চিত্র। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও শুনিয়েছেন ব্যাটারদের নিয়ে হতাশার কথা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলছিলেন, 'আমি মনে করি আমরা খুব ভালো বোলিং করেছি। তবে তাদের ১৬০-১৭০ রানের মধ্যে সীমাবদ্ধ করা উচিত ছিল। পুরো টুর্নামেন্টজুড়েই ব্যাট হাতে আমরা খুব খারাপ করছি। পরিসংখ্যানের হিসাবে খারাপ, যা কষ্টদায়ক।'

'টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি। সবার মনের মধ্যে কি চলছে তা নিশ্চিত নয়। যা বাংলাদেশ দলের থেকে একেবারেই আলাদা। ভক্তরা আমাদের উত্থান-পতনের মধ্যে দিয়েই আমাদের সমর্থন করে আসছে।' -যোগ করেন সাকিব।

এসএইচ/এইচজেএস