বিশ্বকাপের অভিষেকেই ম্যাচসেরা হেড
এবারের বিশ্বকাপ আসরের অর্ধেক-ই ম্যাড়ম্যাড়ে আমেজেই কেটে গেছে। অবশেষে টুর্নামেন্টে রোমাঞ্চ ফিরিয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তারপর আজকের (শনিবার) প্রথম ম্যাচটিও উত্তেজনা ছড়িয়েছে। শেষ ওভারের শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এদিন চোট কাটিয়ে অভিষেক বিশ্বকাপ ম্যাচে নামেন ট্র্যাভিস হেড। এরপর খেলেছেন বিধ্বংসী এক সেঞ্চুরির ইনিংস।
আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ওপেনিংয়ে দুর্দান্ত সূচনা এনে দেন হেড ও ডেভিড ওয়ার্নার জুটি। ওয়ার্নার সেঞ্চুরি না পেলেও ঠিকই ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন হেড। স্রেফ ৬৭ বলে ১০টি চার ও ৭টি ছক্কায় তিনি ১০৯ রানের খুনে ইনিংস খেলেন। ম্যাচশেষে তার পুরস্কারও পেয়েছেন হেড। তার হাতে উঠেছে ম্যাচসেরার ট্রফি।
বিজ্ঞাপন
খাতা কলমে রেকর্ড না হলেও এদিন আরেকটি কীর্তি গড়েছেন হেড। ওয়ানডেতে হেডের চতুর্থ শতক এটি। এর তিনটিতেই জিতলেন ম্যাচসেরার পুরস্কার। তার ৫৯ বলে শতক বিশ্বকাপে যেকোনো ওপেনারের জন্য দ্রুততম। চলতি আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রোহিত শর্মার ৬৩ বলে শতক ছিল আগের রেকর্ড।
আরও পড়ুন
এছাড়া বিশ্বকাপ অভিষেকে হেডের চেয়ে কম বলে শতক করতে পারেননি আর কেউ। তিনি ভেঙে দিয়েছেন ডেভিড মিলারের রেকর্ড। ২০১৫ আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ বল তিন অঙ্ক ছুঁয়েছিলেন আফ্রিকান এই ব্যাটার। বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষেও দ্রুততম শতক এটি। ২০১৯ আসরে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটের ৮০ বলে শতক ছিল আগের রেকর্ড।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে শতক হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্র। ৮৯ বলে তিনি ১১৬ রানের দারুণ ইনিংস খেলেন। বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন তিনি। কিন্তু ম্যাচটি না জেতায় রেকর্ডরাঙা দিনটি তার জন্য পুরোপুর সুখকর হলো না! অন্যদিকে, ম্যাচ জিতে রবীন্দ্রকে ছাপিয়ে নায়ক বনে গেলেন হেড।
এএইচএস