অস্ট্রেলিয়ার দেওয়া রানপাহাড় (৩৮৮) টপকানোর মিশনে নেমেছে নিউজিল্যান্ড। তবে মিডল-অর্ডারের ব্যর্থতায় কিউইদের সেই কাজটা কিছুটা কঠিন হয়ে পড়েছে। এর আগে ওপেনিংয়ে নেমে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন রাচিন রবীন্দ্র। আসরের উদ্বোধনী দিনও ইংল্যান্ডের সঙ্গে অভিষেক বিশ্বকাপ ম্যাচে বাঁ-হাতি এই ব্যাটার ম্যাজিক ফিগার পূর্ণ করেছিলেন। রবীন্দ্র আজ (শনিবার) নিজের দ্বিতীয় শতকটি রাঙিয়েছেন বেশ কয়েকটি রেকর্ডে।

সেঞ্চুরির দেখা পেতে রবীন্দ্র খেলেছেন ৭৭টি বল। যা বিশ্বকাপে কিউই ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। এর আগে ইংলিশদের বিপক্ষে তার ব্যাটেই দ্রুততম সেঞ্চুরি পেয়েছিল নিউজিল্যান্ড। সেদিন তরুণ এই ওপেনার শতক পূর্ণ করতে খেলেছিলেন ৮২ বল। আজ রবীন্দ্র সেটিকেও ছাড়িয়ে গেলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ইনিংসটি শেষ পর্যন্ত থেমেছে ১১৬ রানে। ৮৯ বলের ইনিংসে ২৩ বছর বয়সী এই ব্যাটার ৯টি চার ও পাঁচটি ছক্কার বাউন্ডারি খেলেছেন। তবে তার বিদায়ে বড় রানতাড়ায় থাকা কিউইরা হারের শঙ্কায় পড়েছে। তিনি যখন ক্রিজ ছাড়ছেন, তখনও ৫৮ বলে কিউইদের জয়ের জন্য দরকার ছিল ৯৬ রান।

বিশ্বকাপের রবীন্দ্র’র এই সেঞ্চুরি এসেছে দ্বিতীয় সর্বনিম্ন বয়সে। এদিন তার বয়স দাঁড়িয়েছে ২৩ বছর ২৪৪ দিন। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তখন তার বয়স ছিল ২২ বছর ৩১৩ দিন।

নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি করেছেন ৪ ব্যাটার। সেই তালিকায় নতুন নাম রাচিন রবীন্দ্র। এর আগে কিউইদের হয়ে এক আসরে দুটি সেঞ্চুরি পাওয়া ব্যাটাররা হচ্ছেন— গ্লেন টার্নার (১৯৭৫), মার্টিন গাপটিল (২০১৫) ও কেইন উইলিয়ামসন (২০১৯)।

এএইচএস