বাংলাদেশ ম্যাচের আগে ইডেন গার্ডেনে দুর্ঘটনা
আগামীকাল (শনিবার) থেকে বিশ্বকাপ ফিরছে কলকাতায়। ইডেন গার্ডেনের প্রথম লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে এটি টাইগারদের ষষ্ঠ ম্যাচ। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে বাংলাদেশ শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগেই ম্যাচের ভেন্যু ইডেনে দুর্ঘটনা ঘটেছে। ক্রেনের ধাক্কায় ভেঙে পড়েছে স্টেডিয়ামের তিন নম্বর গেটের দেয়াল।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই দেয়াল ধসে যাওয়ার ঘটনায় ভেন্যুর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ওই গেট দিয়েও দর্শকরা মাঠে প্রবেশ করবেন। সেই লক্ষ্যে ভাঙা দেয়াল সারানোর কাজ শুরু করেছে স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ। তবুও সমস্যা পুরোপুরি মিটবে বলে মনে করছে না সংবাদমাধ্যমগুলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুর্ঘটনার প্রসঙ্গ বাদ দিলে অবশ্য ইডেন নিয়ে তেমন অভিযোগ থাকার কথা নয়। ক্রিকেটের নন্দনকানন বিশ্বকাপের জন্য তৈরি। তবে ম্যাচের টিকিট পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে, ‘কালোবাজারির’ কারণে এমনটা ঘটার কথা পুরো টুর্নামেন্টজুড়েই শোনা যাচ্ছে।
বিশ্বকাপের পাঁচটা ম্যাচ রয়েছে ইডেনে। বাংলাদেশ ও পাকিস্তান এখানে দুটো করে ম্যাচ খেলবে। ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৫ নভেম্বরের ওই ম্যাচ নিয়ে এখন থেকেই স্থানীয়দের মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে। এছাড়া ইডেনে থাকবে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচও। সব মিলিয়ে ইডেনে বিশ্বকাপের জমজমাট আয়োজনের অপেক্ষায় কলকাতা। তার মধ্যে দেয়াল ভেঙে পড়ায় সুর-তাল কিছুটা যে কাটল, তা নিয়েও সন্দেহ নেই!
আগামীকাল দুপুর আড়াইটায় কলকাতার ঐতিহাসিক ভেন্যুতে বাংলাদেশ লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় সাকিব আল হাসানের দল। এখন পর্যন্ত বিশ্বকাপের পাঁচ ম্যাচে তাদের জয় কেবল একটি। যা তাদের সেমিফাইনাল খেলার পথ অনেকটাই কঠিন করে তুলেছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স।
এএইচএস