২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবারের আসরে হারের বৃত্তে আটকে গেছে। পাঁচ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত কেবল একটি জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে রাউন্ড রবিন পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে জস বাটলাররা। সর্বশেষ গতকালের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ইংলিশরা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাদের এমন বেকায়দা পরিস্থিতির জন্য সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তবে মজার ব্যাপার হচ্ছে— ওই সময় তাকে হাসতে দেখা যায়!

টেস্ট ফরম্যাটের ঐতিহাসিক সিরিজ অ্যাশেজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথের কথা ক্রিকেটভক্তদের অজানা নয়। যার রেশ ধরে দুই দলের মাঠের যেকোনো লড়াইয়েও উত্তেজনা দেখা যায়। তাই হয়তো কামিন্সের সামনে ইংলিশদের টানা হারের প্রসঙ্গ চলে আসে। একথা বলা মোটেও ভুল হবে না যে, ইংল্যান্ডের সর্বনাশে পৌষমাস অস্ট্রেলিয়ার। নিজেদের পথ কাঁটামুক্ত হওয়ায় ইংল্যান্ডের ভরাডুবিতে খুশি হওয়ার-ই কথা অজি অধিনায়কের!

তবে সাংবাদিক সম্মেলনে এমন প্রসঙ্গ তোলা হলে উভয় সংকটে পড়ে যান কামিন্স। ফলে তিনি মুখে দুঃখ প্রকাশ করলেও তার চোখ-মুখ অন্য কথা বলছিল। আসলে কামিন্সের আটকে রাখতে না পারা হাসিমুখ দেখেই বোঝা যাচ্ছিল যে, তিনি ইংল্যান্ডের বিপর্যয়ে খুশি। তবে মুখে আমতা আমতা করে কামিন্স জানান যে, বিশ্বচ্যাম্পিয়নদের এভাবে হারতে দেখে খারাপ লাগছে তার।

এক কথায় কামিন্স জানিয়ে দেন, ‘হ্যাঁ, তাদের দুটি ক্লোজ ম্যাচ দেখেছি। হারতে দেখে অবশ্যই খারাপ লেগেছে। এর বেশি কিছু নয়।’

আগামীকাল (শনিবার) বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। আর এক সপ্তাহ পরে ইংলিশদের বিপক্ষে খেলবেন কামিন্সরা। কিউইদের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে কামিন্সের সামনে ইংল্যান্ড প্রসঙ্গ আসে, সেখানে তার অদ্ভুত প্রতিক্রিয়া দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুকে মেতেছেন অনেকেই। কিউইদের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। এরপর এক ম্যাচ জিতলেও বাকি ম্যাচগুলোতে হারের তিক্ত স্বাদ পেয়েছে।

অন্যদিকে, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা অস্ট্রেলিয়া এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে তারা শক্তভাবেই টিকে আছে। তাদের আগামীকালের প্রতিপক্ষ কিউইরা এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই। ফলে কঠিন ম্যাচই অপেক্ষা করছে দুই দলের সামনে। শনিবার সকাল ১১টায় ধর্মশালায় দু’দল মুখোমুখি হবে।

এএইচএস