সাকিবের আচমকা ঢাকা সফর নিয়ে যা বললেন তাসকিন
বিশ্বকাপের মাঝপথে দল ফেলে হঠাৎ ঢাকায় চলে এসেছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে মুম্বাই থেকে দলের সঙ্গে পরের ম্যাচের ভেন্যু কলকাতায় না যাওয়ায় বাংলাদেশ অধিনায়ককে নিয়ে শুরু হয় সমালোচনা। এমনকী কি কারণে এমন আচমকা ঢাকা সফর তা নিয়েও ছিল জল্পনা।
পরে জানা যায়, ব্যাটিং নিয়ে কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে একান্তে কাজ করতেই ঢাকা এসেছেন সাকিব। অবশ্য মিরপুর ইনডোরে দুই দিনে দুই সেশন করে গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দেন সাকিব।
বিজ্ঞাপন
টানা চার হারে কার্যত বিশ্বকাপ সেমির স্বপ্ন শেষের পথে বাংলাদেশের। আগামীকাল (শনিবার) নেদারল্যান্ডসের বিপক্ষে অস্তিত্ব রক্ষার ম্যাচে নামবে বাংলাদেশ। তার আগে আজ ইডেন গার্ডেন্সে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
গত দুই দিন অধিনায়কের অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলেছে কি না, কিংবা ক্রিকেটারদের এ নিয়ে প্রতিক্রিয়া কেমন সেটি জানতে চাওয়া হয় টাইগার পেসারের কাছে।
জবাবে তাসকিন বলেন, 'কোনো প্রভাব ফেলেনি। সে (সাকিব) উন্নতির জন্য দেশে গিয়েছে। আমাদের তাকে আপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি এখানে। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।'
তাসকিন জানান, ‘উনি (সাকিব) ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে। কিছু বিষয়ে উন্নতির জন্য গিয়েছিলেন, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন, আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার।’
টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই সাকিব দেশে এসেছিলেন বলেও জানালেন তাসকিন। বলেন, ‘উনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই ঢাকায় এসেছেন। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিসিয়াল অনুশীলনে উনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও ফেলছে না। ’
এসএইচ/এফআই