বিশ্বকাপে দলের শোচনীয় পরিস্থিতির মাঝে নতুন বিতর্কে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ দল কলকাতায় গেলেও গতকাল (বুধবার) সকালে অধিনায়ক সাকিব আল হাসান পা রাখেন ঢাকায়। তার ছুটি ছিল শুক্রবার পর্যন্ত। তবুও সেই সফর সংক্ষিপ্ত করে ৩০ ঘণ্টার ব্যবধানেই তিনি কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। দেশ ছাড়ার আগে নিয়ে গেলেন তিক্ত অভিজ্ঞতা, মিরপুর ত্যাগের আগে দুয়ো শুনেছেন গুটিকয়েক সমর্থকের মুখে।

জানা গেছে, আজ (বৃহস্পতিবার) রাত ৯টায় টিম টাইগার্স শিবিরে যোগ দিয়েছেন সাকিব। এর আগে সকালে মিরপুরের ইনডোরে ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন শেষে সন্ধ্যায় তিনি কলকাতার বিমান ধরেন। সবকিছু ঠিক থাকলে নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে আগামীকাল (শুক্রবার) দলের সঙ্গে সাকিবের অনুশীলন করার কথা রয়েছে। 

অধিনায়কের আচমকা দেশে ফিরে আসা নিয়ে কম জলঘোলা হয়নি। খেলা চলাকালে বিজ্ঞাপন কিংবা দোকান উদ্বোধনে যোগ দেওয়ার বহু নজির রয়েছে তার। যে কারণে এবারও তেমন কোনো উদ্দেশে ঢাকায় আগমন কিনা, সেটি নিয়েই গতকাল দিনভর আলোচনা ছিল। যদিও পরে জানা যায়, শৈশবের গুরু ও কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে নিজের ব্যাটিংয়ের ভুলগুলো যতটা পারা যায় শুধরে নিতেই তিনি ঢাকায় ফিরেছেন।

অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম। তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন তিনি। গতকালের পর আজ সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শের-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেন।

ওই সময়ই সেখানে থাকা সমর্থকরা তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। কদিন আগেও যাকে ‘বাংলার জান বাংলার প্রাণ’ বলে সম্ভোধন করেছেন সমর্থকরা, তারাই এখন তাকে দুয়ো দিচ্ছেন। যা নিজেও ভাবতে পারেননি সাকিব। অবশ্য এবারই প্রথম নয়, নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে কম সমালোচিতও হতে হয়নি সাকিবকে। তবে সব যেন ছাড়িয়ে গেল এবার। বিশ্বকাপের আগমুহূর্তে বিতর্কিত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশের একাংশের সমর্থকের চক্ষুশূল হন সাকিব। বিশ্বমঞ্চে নিজের বিবর্ণ পারফরম্যান্স ও দলের ভরাডুবি বিতর্ক আরও উসকে দিয়েছে। সমালোচনার তির এখন সাকিবের দিকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে হারের পর গতকাল (বুধবার) মুম্বাই থেকে দল যখন কলকাতার বিমানে চড়ে বসে, সাকিব ততক্ষণে উড়াল দিলেন ঢাকার আকাশে। এরপর সামাজিক মাধ্যম সরব ছিল সাকিবের আচমকা সফর নিয়ে। আগামী শনিবার তার নেতৃত্বে ডাচদের বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবে বাংলাদেশ। এরপর কলকাতায় তারা পাকিস্তানেরও মোকাবিলা করবে। ম্যাচ দুটি দেখতে আগামীকাল ভারতে উড়াল দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এএইচএস