রাতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব
গতকাল বুধবার সকালে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরী কাজ শেষে আজ আবার ভারতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। রাতে কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? সাকিবের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিজের ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে গতকাল বুধবার তিন ঘন্টার একটি ব্যাটিং সেশন করেছেন সাকিব। অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম। তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন তিনি।
ফাহিম বলেন, 'আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।'
আজ মিরপুরের ইনডোরেও ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেছেন।
এসএইচ/এইচজেএস