রেকর্ডগড়া ইনিংসে ম্যাচসেরা ম্যাক্সওয়েল
রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল যেন ঝড় তুললেন দিল্লির পিচে। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস যতই শেষের দিকে গিয়েছে, ম্যাক্সওয়েল ততই বিধ্বংসী রূপ ধারণ করেছেন। এমনিতেই বিগ হিটার হিসেবে খ্যাতি আছে এই অজি তারকার। নিজের প্রথম ২০ বলে ৩৪ রান তাই স্বাভাবিকই ছিল। এমনকি ২৬ বলে অর্ধশতকটাও ছিল ঠিকঠাক।
এরপরের নয় বলে রীতিমত ঝড় তুলেছেন ম্যাক্সওয়েল। এমন ঝড় ডাচদের রীতিমত উড়িয়ে নিয়ে গিয়েছে। সম্ভাবনাময় ম্যাচটা ছিটকে গিয়েছে পরের ৯ বলে। এসেছে ৪০ রান। করেছেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। আর এরই সুবাদে অস্ট্রেলিয়াও পেয়েছে ৩৯৯ রানের বড় সংগ্রহ। এমন ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
বিজ্ঞাপন
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা। ডেভিদ ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি।
ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। অথচ এবারের আসরেই দেখা গিয়েছিল দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন।
শেষ পর্যন্ত অজিদের ইনিংস ৩৯৯ পর্যন্ত গিয়েছে তারই কল্যাণে। এরপর ব্যাট হাতে নেমে ছন্দ হারিয়ে ফেলা ডাচরা আর ভাল কিছু করেও দেখাতে পারেনি। অলআউট হয়েছে মাত্র ৯০ রানে। ম্যাচটা অজিরা জিতে নেয় ৩০৯ রানের বড় ব্যবধানে।
জেএ