মাহমুদউল্লাহকে নিয়ে যে উদাহরণ টানলেন কোচ ফাহিম
বাংলাদেশ দলের হয়ে ভারত বিশ্বকাপ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, এটা ছিল অবিশ্বাসযোগ্যই। বিশ্বকাপের আগে শেষ কয়েক সিরিজ ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। এমনকি সুযোগ পাননি এশিয়া কাপ দলেও। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে পা রাখেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এরপর সেখানে রান করেই মাহমুদউল্লাহ ডাক পান বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। প্রথম দুই ম্যাচে দলের হয়ে ব্যাট হাতে সুযোগ না পেলেও সবশেষ তিন ম্যাচে করেছেন রান। গতকাল (সোমবার) তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিই করে ফেললেন মাহমুদউল্লাহ।
বিজ্ঞাপন
আর সেঞ্চুরির পর অনেকেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসাচ্ছেন মাহমুদউল্লাহকে। বাদ নেই দেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমও। নিজের ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
সেখানে লেখাটা ছিল এমন, ‘যখন আপনি আপনার চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।’
পাশেই আছে মাহমুদউল্লাহ রিয়াদের ছবি। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ যে তার মন্তব্য রিয়াদকে নিয়েই করেছেন, তা বুঝতে অসুবিধা হয় না।
এসএইচ/জেএ/কেএ