টানা পরাজিত বাবরদের মন খুলে খেলতে বললেন শোয়েব
পাকিস্তানের কাছে বিশ্বকাপে ঐতিহাসিক এক জয় পেয়েছে আফগানিস্তান। এমন অবিস্মরণীয় বিজয়ের জন্য একদিকে হাশমতউল্লাহ শহিদীর দল যখন বন্দনায় ভাসছে, অন্যদিকে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন বাবর আজমের দল। তবে বিষয়টি যেন সহজভাবেই দেখতে চাইলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তার মতে, ‘আফগানরা আমাদের ভাই, ভাইদের কাছে মার খেয়েছি।’
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাবররা সর্বশেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে। আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইতে তাদের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য জয়ের জন্য যথেষ্ট মনে হয়েছিল। তবে সেটিও আফগানরা অনায়াসেই পেরিয়েছে ৮ উইকেটে। যা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করেছেন শোয়েব আখতার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলছেন, ‘আফগানিস্তানকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আমাদের ভাই, ভাইদের কাছে মার খেয়েছি, যেটা ঠিক আছে। আমি জাদরান, গুরবাজ এবং ইব্রাহিমদের জন্য অনেক খুশি। শেষ পর্যন্ত তারা পরিপক্বতা দেখিয়েছে। এই পরিপক্বতা তাদের কাছ থেকে আমি চাচ্ছিলাম। চেয়েছিলাম ব্যাটিংয়ে যেন তাড়াহুড়া না করে। নিজেরা যেন সময় নেয়। আজ তারা সেটা করেছে। তাদের ম্যানেজমেন্টে থাকা অজয় জাদেজা এবং জোনাথন ট্রটকে অভিবাদন।’
এরপর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটীয় উত্থান নিয়ে শোয়েব বলেন, ‘গত ৫০ বছর আফগানিস্তান কোন পরিস্থিতির ভেতর দিয়ে গেছে সেটা লক্ষ্য করুন। তাদের কোনো অবকাঠামো নেই, প্রথম শ্রেণির ক্রিকেট নেই এবং ৩-৪ বছর ধরে বাজে পরিস্থিতির ভেতর দিয়েও গেছে। এরপরও তারা এসে আপনাদের (পাকিস্তানকে) ৮ উইকেটে হারিয়েছে। তারা এখন পাকিস্তানকে দেখাচ্ছে যে ক্রিকেট কীভাবে খেলতে হয়। দেখুন, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম। আর এখন আফগানিস্তান অর্থনীতিতে যেমন আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে, খেলাতেও তাই। আজ তাদের ব্যাটিংও আমাদের চেয়ে ভালো হয়েছে। সাবাস আফগানিস্তান। আমি তোমাদের জন্য অনেক খুশি। আফগানিস্তানের মাঝে অনেক উদ্যোম ও প্রাণশক্তি আছে। তারা আরেকটি কাজ ভালো করেছে, সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে।’
এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেন সাবেক এই গতিতারকা। একইসঙ্গে এখনই বাবরদের ওপর থেকেও আশা হারাচ্ছেন না শোয়েব আখতার, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে গড়পড়তা মানুষদের দায়িত্ব দিয়ে দিয়ে এখন ফলও গড়পড়তা আসতে শুরু করেছে। দেশের অর্থনীতির সঙ্গে ক্রিকেট অর্থনীতিও ধ্বংস হয়ে গেছে। আমি পাকিস্তানের হয়ে খেলেছি, আমার হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। আমি খেলোয়াড়দের আজকেও সমর্থন করব। আজ যদি আমি ওখানে থাকতাম, তবে বাবরকে বলতাম, সবচেয়ে খারাপটা তো হয়েই গেছে। এখন আমাদের সামনে চার দল আছে এবং তাদের আমি কোনোভাবে ছাড়ব না। বাবরের সঙ্গে থাকলে আমি এটাই তাকে বলতাম। মন খুলে খেলতে বলতাম।’
এএইচএস