হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। দলটির বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের পক্ষে কথা বললেও চলতি বিশ্বকাপে প্রোটিয়াদের বিধ্বংসী ব্যাটিংয়ে কিছুটা ব্যাকফুটে আছে বাংলাদেশ।

তবে স্বস্তির খবর হচ্ছে, ভারতের বিপক্ষে ম্যাচটি মিস করা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ফিরেছেন দলে। অন্যদিকে, একাদশ থেকে ছিটকে গেছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। যদিও তাকে ঠিক কী কারণে বসানো হয়েছে সেটি পরিষ্কার করেননি সাকিব। ধারণা করা হচ্ছে, ধারাবাহিক ব্যর্থতার কারণেই ছিটকে গেছেন তিনি।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন হৃদয়। সেখান থেকে সরাসরি জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মিডল অর্ডার এ ব্যাটারকে ঘিরে বড় প্রত্যাশা ছিল। বিশ্বকাপের আগে বার্তা সংস্থা এএফপির নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটারের তালিকায় একজন ছিলেন হৃদয়।

তবে সেই প্রত্যাশার ছাপ মাঠে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একসময় দলের নির্ভরযোগ্য সদস্যে পরিণত হওয়া হৃদয় শেষমেশ বাজে ফর্মে ছিটকেই গেলেন। বিশ্বকাপে তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে তার রান যথাক্রমে ৩৯ (ইংল্যান্ড), ১৩ (নিউজিল্যান্ড), ১৬ (ভারত)। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে পারেননি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান (অধিনায়ক), হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামস।

এফআই