আফগানদের বিপক্ষে ভরাডুবি নিয়ে যা বললেন বাবর
শিরোপাখরা কাটানোর মিশনে ভারতে গিয়ে উল্টো অস্তিত্ব সংকটের মুখে পাকিস্তান। টানা দুই জয়ে শুরুটা ভালো হলেও হারের হ্যাটট্রিকে এখন খাদের কিনারায় ম্যান ইন গ্রিনরা। ৯২ বিশ্বচ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলা নিয়েই এখন ঘোর শঙ্কা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাবরদের।
আফগান ম্যাচে ‘নতুন পাকিস্তান’কে দেখা যাবে বলে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন পাক ওপেনার ইমাম উল হক। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নেমে আফগানদের কাছে হারতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দলের এমন ভরাডুবির কারণ হিসেবে বোলিং আর ফিল্ডিংকেই দায়ী করলেন পাকিস্তান অধিনায়ক।
বিজ্ঞাপন
গতকাল (সোমবার) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শোচনীয় হারের পর বাবর বলেন, 'আমাদের সংগ্রহ ভালো ছিল। কিন্তু বোলিংয়ে ভালো করতে পারিনি। মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারছিলাম না। বিশ্বকাপের মঞ্চে আপনাকে সব বিভাগেই সমান তালে ভালো করতে হবে। এখানে কোনো একটি বিভাগেও ভালো করতে না পারলেই হারতে হবে।'
ওয়ানডে ক্রিকেটে আগের সাত দেখায় কখনোই পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি আফগানরা। বিশ্বকাপের ম্যাচে গতকাল ফেভারিট ছিল পাকিস্তানই। কিন্তু দারুণ পারফরম্যান্সে এদিন ইতিহাসটা নিজেদের করে লিখলো গুরবাজ-ইব্রাহিম জাদরানরা। আফগানিস্তানের বিপক্ষে এমন ভরাডুবি মেনে নিতে পারছে না পাক সমর্থকরা। এমন ধাক্কা কষ্ট দিয়েছে পাকিস্তানকেও। বাবররা হয়তো স্বপ্নেও ভাবেননি আফগানিস্তানের বিপক্ষে এমন বড় ব্যবধানে হারতে হবে।
ম্যাচ শেষে অনেকটা আক্ষেপের সুরেই বাবর আজম বললেন, 'এই হার কষ্টদায়ক। আমরা তাদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারেনি। ইচ্ছেমত রান দিয়েছি যা আমাদের ভুগিয়েছে। আমাদের মাঝের ওভারে উইকেট নেওয়ার দরকার ছিল কিন্তু আমরা তা পারিনি।'
আরও পড়ুন
নিজেদের সমালোচনা করলেও আফগানদের প্রশংসা করতে ভুললেন না বাবর। তিনি বলেন, 'পুরো ক্রেডিট আফগানিস্তানের প্রাপ্য। তারা তিন ডিপার্টমেন্টেই দারুণ খেলেছে। এজন্য জয়টা তাদেরই প্রাপ্য ছিল। আমরা বোলিং ও ফিল্ডিংয়ে কোনো বিভাগেই ভালো করিনি।’ এবার পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা পাক অধিনায়কের।
এফআই