ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানের জয়ের পর অনেকেরই ভাষ্য ছিল অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। তবে বিষয়টা যে ধারাবাহিক ভাল খেলার ফলাফল সেটাই যেন প্রমাণ হলো সোমবার। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে পাকিস্তানকে লজ্জাজনক এক হার উপহার দিয়েছে আফগানরা। ৮ উইকেটের এই জয় বাবর আজমদের বিপক্ষে আফগানদের প্রথম জয়। 

পুরো ম্যাচে ব্যাটিং, বোলিং সবদিকেই দাপট দেখিয়েছিলেন আফগান ক্রিকেটাররা। চার স্পিনার খেলানোর মন্ত্র যেমন কাজে দিয়েছে, তেমনি ব্যাট হাতে আক্রমণাত্মক শুরুর পরিকল্পনাও পুরোপুরি সফল হয়েছে। 

ছবিতে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের স্মরণীয় মুহূর্ত 


বিশ্বকাপ অভিষেকেই পাকিস্তান শিবিরে কাঁপন ধরিয়ে দিচ্ছেন আফগান তরুণ স্পিনার নুর আহমেদ। ইতোমধ্যে ৫ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

বাবর আজমের রানে ফেরার দিনে আফগানদের বিপক্ষে ২৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে পাকিস্তান। ৯২ বলে ৭৪ রান করেন বাবর।

রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে দারুণ উদ্বোধনী জুটি গড়েছেন। ১১৩ বলে ১০ চারের মারে ব্যক্তিগত ৮৭ রানে ফিরলেও ততক্ষণে দলকে জয়ের কাছাকাছিই নিয়ে গেছেন। চেন্নাইতে আরেকটা আফগান রূপকথা হলে সে গল্পের অন্যতম নায়ক হবেন নিঃসন্দেহে ইব্রাহিম জাদরান।

জেএ