বিশ্বকাপের মঞ্চে এসেও বাংলাদেশ দলের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হয়নি। ব্যাটিং অর্ডারে প্রতিদিনই ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছিল। প্রথম উইকেট পড়ার পর থেকেই লাখো চোখের কৌতূহলভরা অপেক্ষা থাকে পরের ব্যাটার কে? ব্যাটিং অর্ডারে বারবার এমন পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে ঠিক কী কারণে এমন পরিবর্তন তা নিয়ে মুখ খুললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে উপরের দিকে খেলানোর কারণে বেশ কয়েকজনের ব্যাটিং পজিশন পরিবর্তন হয়েছে। নাজমুল হোসেন শান্ত খেলেছেন চার নম্বর পজিশনে, অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে খেলতে হয়েছে আটে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিনে আজ মুম্বাইতে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সেখানে ব্যাটিং অর্ডার নিয়ে সাকিব বলেন, 'মিরাজকে উপরে উঠানোর কারণ, আফগানিস্তানের সাথে এশিয়া কাপে ওপেনিংয়ে যখন সেঞ্চুরি করল। তখন থেকে আমাদের প্ল্যান ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও ওপরে ব্যাটিং করবে সে। এর ভেতরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে প্র্যাকটিস ম্যাচ হলো, ও ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবে একজন ব্যাটার যখন ভালো ব্যাটিং করে, ফর্মে আছে আপনি তখন অবশ্যই চেষ্টা করবেন তাকে সুযোগ দেওয়ার। সেই চিন্তা থেকে ওকে ওপরে ব্যাটিং করানো।'

মিরাজকে উপরে খেলানোর কারণে দলের অন্যান্য ব্যাটারদের পরে নামতে হচ্ছে। যার কারণে তারা নিজেদের সেরাটা দিতে পারছে না বলেও মনে করছেন সাকিব। বললেন, 'আমরা ভাবছি যারা আমাদের ভালো ব্যাটসম্যান হয়তো তারা পরের দিকে ব্যাটিং করছে। আমার কাছেও সেটা মনে হয়, একটু পরের দিকে হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আবার যদি উল্টোভাবে চিন্তা করেন, তারা উপরে আসলে কেউ কি গ্যারান্টি দিতে পারবে ওরা রান করবে। যদি না করে তখন কি মনে হবে? তারা আগের জায়গায় ভালো ছিল।'

এসএইচ/এইচজেএস