বিশ্বকাপের মাঝপথে বদলে যাচ্ছে পাকিস্তান
টানা জয়ে বিশ্বকাপ শুরুর পর পথ হারিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে নিরুত্তাপ পারফরম্যান্সে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে রানবন্যার ম্যাচে আশা জাগিয়েও সেই ৬২ রানের বড় ব্যবধানে হার। টানা হারের পর বাবর আজমদের সেমিফাইনালে খেলা নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে ম্যান ইন গ্রিনদের বিশ্বাস পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে তারা।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কিছুক্ষণ পর আফগানদের মুখোমুখি হবে পাকিস্তান। দলটির ওপেনার ইমাম উল হকের দাবি, আফগানিস্তান ম্যাচ থেকেই নতুন পাকিস্তান দলকে সবাই দেখতে পাবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইমাম বলেন, ‘আমরা চারটি ম্যাচ খেলে দুটি জিতেছি এবং দুটিতে হেরেছি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। শেষ দুটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। পরের ম্যাচ থেকে সেটা হবে না।’
বিজ্ঞাপন
ইমামের দাবি, সোমবার থেকে একটি নতুন দল মাঠে নামবে। তিনি বলেন, ‘আমাদের ভাল খেলতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হবে। দলের সবাই মিলে বসে আলোচনা করেছি। এবার সেটা মাঠে করে দেখাতে চাই। আফগানিস্তান ম্যাচ থেকে বদলে যাবে পাকিস্তানের খেলা। একটা নতুন দল সবাই দেখতে পাবে।’
আরও পড়ুন
আফগানিস্তানের প্রধান শক্তি তাদের স্পিন বোলিং। রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানের বিরুদ্ধে কী রকম পরিকল্পনা করেছে পাকিস্তান, তারও জবাব দিয়েছেন ইমাম। দলের এই ওপেনার বলেন, ‘আমরা সবরকম পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। সব রকম পিচে ভালো খেলতে হবে। এখন আর আলাদা করে অনুশীলনের কিছু নেই। নিজেদের শক্তি অনুযায়ী খেলব।’
এদিকে, চার ম্যাচের মধ্যে শেষ তিনটিতে পাকিস্তানি বোলারদের পারফরম্যান্স ছিল হতাশার। তবে দলটির জন্য স্বস্তির ব্যাপার হচ্ছে অজি বাহিনীর বিপক্ষে রানবন্যার ম্যাচে ৫ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তারকা পেসার শাহিন আফ্রিদি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে বোলারদের পারফরম্যান্সে উন্নতি চান পাকিস্তানের কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। তিনি বলেন, ‘আমাদের বোলাররা বিশ্বসেরা। তাদের সামর্থ্য সর্ম্পকে আমরা জানি। শেষ তিন ম্যাচে সেরাটা দিতে পারেনি তারা। খুব দ্রুতই পারফরম্যান্সের উন্নতি করতে হবে বোলারদের। সামনের সব ম্যাচই এখন আমাদের জন্য।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ব্র্যাডবার্ন বলেন, ‘আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ। যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমান দিয়েছে তারা। আমরা তিন বিভাগে ভালো খেলতে পারলে জয় অসম্ভব না। জয়ের ধারায় ফিরতেই আমরা মাঠে নামবো।’
এফআই