বিশ্বকাপ শুরুর আগে থেকে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে তুমুল হইচই শুরু হয়েছিল। যা এখনও কমবেশি স্থান করে নেয় নানা আলোচনায়। সেই প্রসঙ্গ এবার নতুন করে তুললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তার নজর কেড়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তিনি দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন, পেয়েছেন ফিফটিও। এরপরই তাকে দলে অন্তর্ভুক্ত করায় আকরাম বাংলাদেশ ক্রিকেটের নির্বাচকদের প্রশংসা করেছেন।

ওয়ানডে ক্যারিয়ারে তানজিদের প্রথম ফিফটির (৫১) ইনিংসে আছে মনোমুগ্ধকর কিছু মুহূর্ত। বিশেষ করে জসপ্রীত বুমরাহ’র বাউন্সারে হুক করে ছক্কাটা তো অনেকেরই দীর্ঘদিন মনে থাকার কথা। শার্দূল ঠাকুরের পরপর তিন বলে ৬, ৪ ও ৬! তানজিদের ইনিংসটি ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পোর্ট অব স্পেনে সেই জয়ের ম্যাচে খেলা তামিম ইকবালকে ভীষণভাবেই মনে করিয়ে দিয়েছে। যদিও এমন চমৎকার ইনিংসটিকে আর বড় করতে পারেননি তানজিদ। এলবিডব্লুর ফাঁদে পা দিয়ে তিনি ‘চায়নাম্যান’ কুলদীপ যাদবের বলে আউট হন।

তানজিদকে ‘দারুণ প্রতিভাবান’ হিসেবেই উল্লেখ করেছেন পাকিস্তানি কিংবদন্তি। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’ বিশ্লেষক হিসেবে কাজ করছেন তিনি। সেখানে একই ভূমিকায় আছেন পাকিস্তানের আরও তিন তারকা—মঈন খান, শোয়েব মালিক ও মিসবাহ–উল–হক। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পর আলোচনায় তানজিদের প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘তানজিদ অবশেষে নিজেকে মেলে ধরতে পেরেছে। এখন দরকার তার ধারাবাহিকতা। খুবই প্রতিভাবান ক্রিকেটার সে। আমি তো এমন এক প্রতিভাকে দলে নেওয়ায় বাংলাদেশের নির্বাচকদের কৃতিত্ব দেব।’

তাকে আরও সুযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন আকরাম, ‘পাঁচ–ছয় ম্যাচে ব্যর্থ হওয়ার পর ভারতের বিপক্ষে ম্যাচটিতে সে নিজেকে মেলে ধরতে পেরেছে। দিনটা তার ছিল। সে ওয়ানডে ক্রিকেটে প্রথম অর্ধশতক পেয়েছে। এই ম্যাচের পর সবাই বুঝতে পেরেছে তার প্রতিভা আছে। সে নিজের যোগ্যতাবলেই দলে সুযোগ করে নিয়েছে। তার আরও অভিজ্ঞতা প্রয়োজন। অবশ্যই সেটির জন্য তাকে বেশি ম্যাচ খেলতে হবে।’

পরে তানজিদের প্রশংসায় মেতেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ–উল–হকও। তানজিদের আত্মবিশ্বাস দেখে তিনি মুগ্ধ, ‘তানজিদের আত্মবিশ্বাস ভালো লাগল। ভালো লেংথের বলও মেরেছে। তাকে এখন ইনিংস বড় করা শিখতে হবে। পঞ্চাশকে শতকে পরিণত করতে শিখতে হবে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন লিটন দাস। তবে তার আউট হওয়ার ধরন ভালো লাগেনি আকরামের, ‘তরুণরা তো সিনিয়রদের দেখেই শিখবে। লিটন অনেকদিন ধরেই খেলছে। সে বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। কিন্তু সে কাল (বৃহস্পতিবার) যে সময় আউট হয়েছে, যে শট খেলে আউট হয়েছে, সেটার কোনো দরকারই ছিল না। পরিস্থিতিও অমন শট খেলার উপযোগী ছিল না। তার উচিত ছিল অমন শট না খেলে দেখে-শুনে ব্যাটিং করে যাওয়া।’

তামিম ইকবাল না থাকায় ঘটনাচক্রে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান তানজিদ ‘তামিম’। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকাতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের ওপেনার তানজিদ নিজের যোগ্যতা দিয়েই দলে ঢুকেছিলেন। কিন্তু বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু পুনেতে ভারতের বিপক্ষে খেলেছেন ৪৩ বলে ৫১ রানের ইনিংস। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কার ইনিংসটি খেলেছেন জাসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজদের ওপর আধিপত্য বিস্তার করেই। 

এএইচএস