বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা
২০০৯ সাল থেকে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। ২০১৯ সাল পর্যন্ত তিনি দলটির হয়ে খেলেছেন। তবে তার দায়িত্ব বদলেছে, এবার কোচের ভূমিকায় দেখা যাবে মালিঙ্গাকে। জসপ্রীত বুমরাহদের সঙ্গে একসময় খেলা এই পেসার তাদের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন।
কেবল আইপিএলই নয়, মুম্বাই ফ্র্যাঞ্চাইজির অন্য দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউন (দক্ষিণ আফ্রিকান লিগ) ও মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্কেরও (আমেরিকার মেজর লিগ ক্রিকেট) বোলিং কোচ হয়েছেন সাবেক এই লঙ্কান। মার্ক বাউচারের নেতৃত্বে মুম্বাইয়ের কোচিং স্টাফে আছেন দলটির সাবেক খেলোয়াড় ও ক্যারিবীয় তারকা অলরাউন্ডার কেইরন পোলার্ড।
বিজ্ঞাপন
দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মালিঙ্গা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হতে পারা আমার জন্য সম্মানের। মার্ক বাউচার, রোহিত শর্মা ও দলের অন্যদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বিশেষ করে এই বোলিং ইউনিটকে আমি ভালোবাসি এবং মুম্বাইয়ের তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করাও আনন্দের।’
— Mumbai Indians (@mipaltan) October 20, 2023
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছেন কিউই কিংবদন্তি শেন বন্ড। দু’দিন আগে পদত্যাগ করেছেন তিনি। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মালিঙ্গাকে। মুম্বাইয়ের সঙ্গে লঙ্কান ক্রিকেটারের সম্পর্ক ১৩ বছরের। এর মধ্যে সবমিলিয়ে ৭টি ট্রফিও জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। যার মধ্যে চারবার তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টাইটেলও জিতেছে মুম্বাই।
আমেরিকান মেজর লিগ ক্রিকেটেও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মালিঙ্গা। এরপর আইপিএলের দল রাজস্থান রয়েলসের বোলিং বিভাগের দায়িত্বেও তাকে দেখা গেছে।
এএইচএস