বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বিতর্ক। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে। তেমন এক বিতর্ক হয়েছে গতকাল (বৃহস্পতিবার) পুনের ম্যাচেও। দ্বিতীয় ইনিংসের ৪২তম ওভারের ঘটনা। প্রথম বলটি ডাউন দ্য লেগে করেছিলেন নাসুম। কোহলির পা এবং ব্যাট থেকে বেশ দূর দিয়ে বল গেলেও আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো সেটি ওয়াইড দেননি।

তখন জয়ের জন্য ভারতের দরকার ছিল মোটে ২ রান। ফলে ওয়াইড বলে দুই দলের স্কোর সমান হয়ে যেত। কিন্তু তখনো যে কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ৩ রান, এতে সেঞ্চুরি পূর্ণ করা কঠিন হয়ে পড়ত ভারতীয় তারকার জন্য। পরের বলে অবশ্য ছক্কা মেরে দলের জয়ের নিশ্চিতের পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন কোহলি। 

নাসুম আহমেদের করা সেই বল নিয়ে তৈরি হয় বিতর্ক। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে নাসুমের লেগ স্টাম্পের বাইরের বলটি ইচ্ছাকৃত ছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না ইচ্ছে করে এরকম কিছু করা হয়নি। আমরা প্রপার ম্যাচ খেলতে চেয়েছি।’ 

একই প্রশ্ন করা হয় ভারতের হয়ে সংবাদ সম্মেলনে আসা গিলের কাছেও। তাকে জিজ্ঞেস করা হয় ওই ডেলিভারির সময় তিনি অবাক হয়েছিলেন কি না। ভারতীয় ওপেনার হেসে ইঙ্গিত করেন আম্পায়ারের ওয়াইড না দেওয়া নিয়েও, 'কোনটাতে অবাক হব? ডেলিভারিটা নাকি সিদ্ধান্তটা (হাসি)।’

পরে নাসুমের পক্ষ নিয়ে গিল বলেন, ‘ইচ্ছে করে কি না কীভাবে বলি। আমার মনে হয় বোলার আঁটসাঁট লাইনে বল করতে চেয়েছে, তাই ওরকম হয়ে গেছে।’  

এসএইচ/কেএ