চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। দুই জয়ের পর তারা তৃতীয় ম্যাচে গিয়ে বড় ধাক্কা খায় রোহিত শর্মাদের বিপক্ষে। আহমেদাবাদে বাবর আজমের দল ৭ উইকেটের বড় পরাজয় দেখেছিল। বিশ্বকাপে পাকিস্তানের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে বাবররা ফের জয়ের ধারায় ফিরতে চাইবে। তবে তার আগে পাক শিবির বড় ধাক্কাই খেয়েছে, ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান।

যদিও টানা অফ-ফর্মের কারণে সর্বশেষ দুই ম্যাচে ফখর একাদশে ছিলেন না। তার পরিবর্তে একাদশে ঢুকেই বিশ্বকাপ ও ওয়ানডেতে অভিষেক সেঞ্চুরি পেয়ে যান আব্দুল্লাহ শফিক। এরপর ভারতের বিপক্ষেও তিনি ওপেনিংয়ে ইমাম-উল-হকের সঙ্গী ছিলেন।

দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন ফখর। আগামী সপ্তাহে তিনি সেরে উঠবেন বলে আশাপ্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। কেবল ফখরই নন, সাম্প্রতিক সময়ে ভাইরাস জ্বরে ভুগছিলেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। তাদের মধ্যে সালমান আলি আগা ও শাহিন শাহ আফ্রিদিরা জ্বরে সেরে অনুশীলনেও যোগ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার জ্বরের কারণে স্কোয়াডে থাকা ৬ পাকিস্তানি ক্রিকেটার অনুশীলন করতে পারেননি। সে কারণে বিশ্রামে ছিলেন– আব্দুল্লাহ শফিক, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, মোহাম্মদ হারিস ও জামান খান। পরবর্তী ম্যাচের পুরো ফিট স্কোয়াড পাওয়া পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। সে হিসেবে ফখরের চোট তাদের জন্য দুশ্চিন্তারই বটে!

অবশ্য আজ (বুধবার) পিসিবির প্রধান মেডিক্যাল অফিসার ড. সেলিম তাদের মধ্যে পাঁচজনকেই খেলার জন্য ফিট বলে জানিয়েছেন। তবে এখনও জ্বরে ভুগছেন মোহাম্মদ হারিস, সে কারণে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিদের সবাই ম্যাচের আগে আজ যোগ দেন অনুশীলনে।

আগামীকাল বেঙ্গালুরুরর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে পাকিস্তান। এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জিতেছে বাবররা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে। বিপরীতে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় অস্ট্রেলিয়া। দুই পয়েন্ট নিয়ে তারা টেবিলের সাতে অবস্থান করছে।

এএইচএস