পান্ডিয়ার অ্যাঙ্কেল ইনজুরি নিয়ে যা জানা গেল
ভারতের বর্তমান দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এমন দায়িত্বের বাইরেও ব্যাটে বলে ভারতের অন্যতম ভরসার নাম তিনি। বিশেষ করে ভারতের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার তিনি। বল হাতেও দারুণ কার্যকরী পান্ডিয়া। তবে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এই পান্ডিয়াকে নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
পাওয়ারপ্লে চলাকালেই বোলিংয়ে আসেন পান্ডিয়া। ততক্ষণে বাংলাদেশের দুই ওপেনার খোলস ছেড়ে বেরুতে শুরু করেছেন। ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমের চার আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে গোড়ালিতে চোট পান এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
— BCCI (@BCCI) October 19, 2023
মাঠেই তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর বোলিং করার জন্য উঠেও দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু বোলিং আর করা হয়নি। বিরাট কোহলি শেষ করেছিলেন ওভারটা। এরপর থেকেই অপেক্ষা ছিল পান্ডিয়ার জন্য। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে পান্ডিয়াকে।
স্ক্যান শেষের আগ পর্যন্ত অবশ্য বলা যাচ্ছেনা ইনজুরি ঠিক কতখানি গুরুতর। তবে যদি গোড়ালি মচকে গিয়ে থাকে, তবে অন্তত ৩ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পান্ডিয়াকে। সেক্ষেত্রে মিস হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপটাও।
জেএ