চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চলমান বিশ্বকাপে পাকিস্তানের হারের ক্ষত এখনও সতেজ রয়েছে। তবে তারা ভুলতে পারছে না আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে সেদিনকার ভারতীয় দর্শকদের আচরণের কথা। ভিসার অনুমোদন না মেলায় পাকিস্তানের সমর্থক ও সাংবাদিকরা ম্যাচটিতে উপস্থিত হতে পারেননি। এ নিয়ে আইসিসির দ্বারস্থ হয়েও এখনও সমাধান পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মাঝে তারা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে নতুন অভিযোগ করেছে। তাদের দাবি, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় সমর্থকরা ‘মানানসই আচরণ’ করেননি।

গত ১৪ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। বিশ্বকাপে ভারতের কাছে তিনি পাকিস্তানের টানা অষ্টম হারের সাক্ষী হয়েছেন। দলের পারফরম্যান্সে অত্যন্ত হতাশ তিনি। তবুও বিশ্বকাপের মাঝে জাকা আশরাফ বাবর আজমদের মনোবল ঠিক রাখতে এই পরাজয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। সে কারণে ম্যাচটি নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের।

পরবর্তীতে সোমবার দেশে ফিরে ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন আশরাফ। এরপরই ভারতীয় সমর্থকদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ পাঠায় পিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বাবরদের বোর্ড জানিয়েছে, ‘ভিসা জটিলতার কারণে পাকিস্তানি সমর্থক ও সাংবাদিকদের ভারতে যাওয়া নিয়ে আমরা আগেই আইসিসিতে একটি অভিযোগ দিয়েছিলাম। এবার গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে সমর্থকদের অযথার্থ আচরণ নিয়ে আরেকটি অভিযোগ দেওয়া হয়েছে।’

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘একাধিক ব্যাপারে অসন্তুষ্ট পিসিবি চেয়ারম্যান। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়ে বেশ কিছু বিষয় তার চোখে পড়েছে। সব মিলিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। তার সঙ্গে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের ব্যবহারও যথাযথ ছিল না।’

এর আগে পাকিস্তানের নানা মহল থেকে অভিযোগ ওঠে, বাবর-রিজওয়ানদের সঙ্গে দর্শকদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। পাকিস্তানের ক্রিকেটারদের নানাভাবে ম্যাচজুড়ে বিদ্রুপ করা হয়েছে। টস দিতে নামলে দুয়োধ্বনি দেওয়া হয় বাবরের উদ্দেশে। এছাড়া মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে তাকে শুনিয়ে ধর্মীয় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন আহমেদাবাদের দর্শকরা।

পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারও ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ নিয়ে সেদিন সমালোচনা করেছিলেন। তার দাবি, স্টেডিয়ামের পরিবেশ দেখে মনে হয়নি আইসিসির কোনো প্রতিযোগিতা হচ্ছে। পরিবেশ অনেকটা দ্বিপাক্ষিক সিরিজের মতো। যার পরিপ্রেক্ষিতে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে শুধু বলেছেন, ‘আইসিসি সব সময় বিশ্বকাপের মতো প্রতিযোগিতা সফল করতে সর্বোচ্চ চেষ্টাই করে। তবুও সবসময় কিছু অভিযোগ ও সমালোচনা হয়ে থাকে।’

এএইচএস