প্রথম দফায় চন্ডিকা হাথুরুসিংহে যখন বাংলাদেশের প্রধান কোচ ছিলেন তখনই শোনা যায়, দলের সিনিয়র সদস্যদের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না। এমনকি দল নির্বাচন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রভাব দেখান তিনি। বছর কয়েকের বিরতির পর আবারও টাইগার ড্রেসিংরুমে ফিরেছেন এই লঙ্কান মাস্টারমাইন্ড। এই সময়ে দলে অনেক পরিবর্তন এসেছে কিন্তু হাথুরুসিংহেকে নিয়ে পুরোনো সেসব অভিযোগ যেন একই থেকেছে!

ভারত বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এই সময়ে নিজের মতো করে দল গুছানোর খুব একটা সুযোগ ছিল না। তবে বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে বড় ভূমিকা ছিল সাকিবের, এটা মিরপুরে ওপেন সিক্রেট! দল নির্বাচনে অধিনায়কের পছন্দ প্রধান্য পাওয়া অস্বাভাবিক কিছু না। তবে সেটা করতে গিয়ে যদি নির্বাচক প্যানেলের স্বাধীনতা নষ্ট হয় তাহলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়ায় যায়!

সাকিবের পছন্দই কি তাহলে বাংলাদেশ দলে শেষ কথা? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কারণ নানা সময়ে দেখা গেছে হাথুরুসিংহে তার পছন্দের ক্রিকেটারদের বার বার সুযোগ দিয়েছেন। যার সর্বশেষ উদাহরণ নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি। এই পেস বোলিং অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে খেলা ঘরোয়া ক্রিকেট কিংবা ইমার্জিং এশিয়া কাপে আহামরি কোনো পারফর্ম করতে পারেননি। তারপরও বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সিরিজে দলে ডাকা হয় তাকে। সুযোগ পান একাদশেও। সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নিউজিল্যান্ড সিরিজে ভালো করলে বিশ্বকাপ দলে ঠাঁই হতেও পারতো সৌম্যের!

এতক্ষণে আপনাদের বুঝে যাওয়ার কথা, দলের গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোচ-অধিনায়কই বড় ভূমিকা রাখেন। লম্বা সময় ধরে ক্রিকেট খেলেন সাকিব, ক্রিকেট পাড়ায় প্রশংসা শোনা যায় তার ক্রিকেট মস্তিষ্কেরও সবমিলিয়ে তার মতামত দলের জন্য গুরুত্বপূর্ণ। কোচ হিসেবে হাথুরুসিংহের সুনাম আছে, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার মতামত দলের জন্য বাড়তি পাওয়া হওয়ার কথা। কোচ-অধিনায়কের এমন রসায়ন যেকোনো দলকে স্পিরিট দেবে। কিন্তু বাংলাদেশ দলের জন্য এটা যেন হিতে বিপরীত!

সাকিব যেমন তার সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না, তেমনি হাথুরুসিংহেও নিজের প্রভাব খাটাতে চান দলে। যার ফলে কোচ-অধিনায়কের মধ্যে রসায়নটা ঠিক জমছে না! অবনতি হয়েছে দুইজনের সম্পর্কেও। এমনকি সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, কোচ-অধিনায়কের সম্পর্কে এতটাই চিড় ধরেছে যে, তা নিয়ে নালিশ গেছে নাজমুল হাসান পাপনের কাছে। তবে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে, এমন কিছু হয়নি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বিসিবি সভাপতিকে।

তবে সাকিব দলে আধিপত্য বিস্তার করতে চান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে ঢাকা পোস্টকে। অবশ্য এসব নিয়ে দলে মধ্যে সমস্যার কিছু দেখছেন না সেই বোর্ড কর্তা। তার মতে, এটা দলের ভেতরের ব্যাপার। এটা মাঠের ক্রিকেটে খুব একটা প্রভাব ফেলবে না।

এসএইচ/এইচজেএস