সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত
বড় মঞ্চে আবারও জ্বলে উঠেছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রান না পেলেও পরের ম্যাচেই চেনা ছন্দে ফিরেছেন। আফগানদের বিপক্ষে রেকর্ড গড়ে সেঞ্চুরি হাঁকানোর পর সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাতে একইরকম আগ্রাসী মেজাজে দেখা গেছে তাকে। ৬টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৬৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নতুন মাইলফলক স্পর্শ করেছেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান করা ব্যাটারের তালিকায় স্বদেশী ব্যাটার বিরাট কোহলিকে টপকে সাত নম্বরে উঠে এসেছেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বকাপের ২০টি ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ১১৯৫ রান। সেখানে ২৯টি ম্যাচে কোহলির সংগ্রহ ১১৮৬ রান। বিশ্বকাপে ১১৮৬ রান রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলেরও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটার অবশ্য খেলেছেন বিশ্বকাপে ৩৫টি ম্যাচ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের ৪৫টি ম্যাচ খেলে ২২৭৮ রান করেছেন তিনি। ৪৬টি ম্যাচে ১৭৪৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপের ৩৭টি ম্যাচে ১৫৩২ রান করেছেন তিনি।
আরও পড়ুন
কোহলিকে টপকানোর পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোহিত। এবারের বিশ্বকাপেই আরও তিন জনকে টপকে যেতে পারেন তিনি। তার আগে ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এখনও পর্যন্ত বিশ্বকাপের ৩২টি ম্যাচে ১২০১ রান করেছেন টাইগার অলরাউন্ডার।
পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তিনি ২৩টি ম্যাচে ১২০৭ রান করেছেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। তিনি ৩৪টি ম্যাচ খেলে ১২২৫ রান করেছিলেন।
বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক
খেলোয়াড় | ম্যাচ | ইনিংস | রান |
শচীন টেন্ডুলকার | ৪৫ | ৪৪ | ২২৭৮ |
রিকি পন্টিং | ৪৬ | ৪২ | ১৭৭৩ |
কুমার সাঙ্গাকারা | ৩৭ | ৩৫ | ১৫৩২ |
ব্রায়ান লারা | ৩৪ | ৩৩ | ১২২৫ |
এবি ডি ভিলিয়ার্স | ২৩ | ২২ | ১২০৭ |
সাকিব আল হাসান | ৩২ | ৩২ | ১২০১ |
রোহিত শর্মা | ২০ | ২০ | ১১৯৫ |
বিরাট কোহলি | ২৯ | ২৯ | ১১৮৬ |
এফআই