চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাঠে খেলা হলেও সপ্তাহ দুয়েক ঘরের আমেজেই ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। বাবর আজমরা হায়দরাবাদে পা রাখার পর থেকে সেখানকার আতিথেয়তা এমনই ছিল। যেখানে তাদের পারফর্ম ছিল ইতিবাচক। তুলনামূলক দুর্বল নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের সর্বোচ্চ ৩৪৫ রানতাড়ায় জিতে রেকর্ড গড়ে। তৃতীয় ম্যাচে ভারতের কাছে তারা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং শৈলি দেখানো দলটিই এবার চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। যা নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন অধিনায়ক বাবর।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শুরুটা ভাল করেছিলাম। আমার ও ইমামের মধ্যে জুটি ভাল হচ্ছিল। পরে স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম আমি এবং রিজওয়ান মিলে। কিন্তু হঠাৎ করেই ইনিংসে ধস নামল। আমরা বড় রান করতে পারলাম না। কীভাবে হেরে গেলাম সেটাই বুঝতে পারছি না।’

বাবর-রিজওয়ানের জুটিতে পাকিস্তান ৮২ রানের পুঁজি পায়। বাবর ৫০ রানে ফিরলেও রিজওয়ান আউট হন ৪৯ রানে। এরপরই ইনিংস গুটিয়ে যেতে সময় লাগেনি পাকিস্তানের। অথচ এর আগে বাবররা ক্রিজে থাকাবস্থায় দলীয় রান সহজেই তিনশ পার হবে বলে মনে হচ্ছিল। কিন্তু তাদের শেষ আট উইকেট পড়েছে মাত্র ৩৬ রানে। এ নিয়ে বাবর বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ২৮০-২৯০ রান। কিন্তু মাঝের ওভারে পরপর উইকেট পড়ে গেল। কোনো জুটি হল না। তাই বড় রান করতে পারিনি। সেটাই কাল হলো শেষে।’

তবে ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পরও লড়াইয়ের আশা করেছিলেন পাক অধিনায়ক। কিন্তু নতুন বলে পেসাররা হতাশ করেছে তাকে। পাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মার ইনিংসের প্রশংসাও করেছেন বাবর, ‘নতুন বলে আমরা ভালো করতে পারিনি। রোহিত যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ। প্রথম ১০ ওভারেই সে আমাদের হাত থেকে খেলা ছিনিয়ে নিয়েছে। আমরা আর ম্যাচে ফিরতে পারিনি।’

এ নিয়ে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে আটবারের দেখায় কোনো জয় পেল না পাকিস্তান। চলমান বিশ্বকাপে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ভারত। তারা দুইয়ে নামিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। পাকিস্তানের অবস্থান তালিকার চার নম্বরে। আগামী ২০ অক্টোবর চতুর্থ ম্যাচে বাবররা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন। 

এএইচএস