গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পান সাকিব আল হাসান। ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না তিনি। আজ সকালে জানা গেছে, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে। এই পরীক্ষার ফলাফলে কি এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।

শনিবার রাতে বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর সে ফিল্ডিং করে এবং ১০ ওভারের কোটা পূরণ করে। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে, আসছে ম্যাচগুলোর আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে।'

সাকিব পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। তার চোটের অগ্রগতি বিবেচনা করে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দেবেন ফিজিওরা। বিসিবির বিবৃতিতে বলা হয়, 'আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

এইচজেএস