বাংলাদেশের বিপক্ষে ভারতই চাপে থাকবে : সুজন
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ দল। শুরুটা জয় দিয়ে হলেও, পরের দুই ম্যাচ বড় ব্যবধানে হেরে টাইগার ক্রিকেটারদের সেই লক্ষ্য বাস্তবায়ন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। নিজেদের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের দল মুখোমুখি হবে ভারতের। ওই ম্যাচে স্বাগতিক ভারতই চাপে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেছেন, ‘আমার মনে হয় আমাদের চেয়ে ভারতের ওপরই চাপ বেশি থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তা-ভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। সাহস নিয়ে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে আমাদের। আগ্রাসী ক্রিকেটের মনোভাব না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
বিজ্ঞাপন
ব্যাটাররা জ্বলে উঠলেই সব ঠিক হয়ে যাবে বলে মত সুজনের, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে কিংবা বাইরে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্টে হারিয়েছি। আমরা পারি না তা নয়। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের খুব দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিংও। বলব না বোলাররা খারাপ করছে। তবে লক্ষ্য কম হলে এপ্রোচ বদলে যায়, তখন ওরাও ভুল করে। এখন উইক জোন বললে ব্যাটিং।’
আরও পড়ুন
সুজনের কাঠগড়ায় কেবল দলের ব্যাটাররা। টপ অর্ডারদেরই বড় দায়িত্ব রাখার কথা বলছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। যার মাধ্যমে বাংলাদেশ কামব্যাক করার সুযোগ রয়েছে বলে বিশ্বাস তার, ‘আমরা ব্যর্থ হয়েছি। মূলত টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারদের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।’
আগামী ১৯ অক্টোবর পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে মানসিকভাবে বিপর্যস্ত টাইগার ক্রিকেটারদের দুদিনের ছুটি দেওয়া হয়েছে। চেন্নাই থেকে আজ দুপুরে পুনেতে পৌঁছান সাকিব-মাহমুদউল্লাহরা। এরপর দুদিন অনুশীলন সেরে চতুর্থ ম্যাচ জয়ের লক্ষ্যে নামবে সাকিব আল হাসানের দল। তার আগে অধিনায়কের চোট ও জ্বর ভাবাচ্ছে টাইগার শিবিরকে।
এসএইচ/এএইচএস